মুম্বই: এই খবরে স্বাভাবিকভাবেই সকলে চমকে গিয়েছেন। হোলিতে দেদার পার্টি করেছিলেন অভিনেতা-পরিচালক সতীশ কৌশিক। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সব শেষ। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনি। জানা গিয়েছে, নিজের পরিচিত কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন কৌশিক, তার আগেই তাঁর শরীর খারাপ হয়। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। স্বভাবতই তাঁর মরদেহের ময়নাতদন্ত হয়েছে। সেই প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন- প্রতারণার ফাঁদে তরুণকুমারের নাতি, ‘টাকা না দিলে নোংরা ছবি পাঠাব’,ব্ল্যাকমেল সৌরভকে
এক সর্বভারতীয় সংবাদসংস্থার খবর অনুযায়ী, সতীশ কৌশিকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, হৃদরোগের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। অভিনেতার শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না, এমনকি অ্যালকোহলও পাওয়া যায়নি। তাই জানিয়েই দেওয়া হয়েছে যে, কার্ডিয়াক অ্যারেস্টই তাঁর মৃত্যুর কারণ। জানা গিয়েছে, হোলি খেলার পরে রাত ১১টা নাগাদ হঠাৎ অসুস্থ বোধ করেন সতীশ। প্রথমে তাঁর শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল বলে জানা যায়। এরপর তাঁকে তখনই গুরুগ্রামের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অভিনেতা-পরিচালকের।
” style=”border: 0px; overflow: hidden”” title=”অবৈধ বালি খনন! ধস নেমে ২ নাবালক সহ ৩ জনের মৃত্যু! 3 killed during illegal sand mining in Siliguri” width=”853″>
১৯৫৬ সালের ১৩ এপ্রিল হরিয়ানায় জন্ম সতীশের৷ বলিউডে পা রাখার আগে চুটিয়ে থিয়েটার করেছেন তিনি। চলচ্চিত্রে অভিনয় এবং ছবি পরিচালনার পাশাপাশি স্ক্রিনরাইটার ও প্রযোজক হিসাবেও কাজ গিয়েছেন শিল্পী৷ তাঁর কথা বলতে গেলেই চোখের সামনে ভেসে আসে ‘মিস্টার ইন্ডিয়া’ ‘রাম লক্ষ্মণ’, ‘দিওয়ানা মাস্তানা’-র মতো সুপারহিট ছবিগুলির কথা।