বেজিং: ইতিহাস রচনা করে টানা তিনবার দেশের প্রেসিডেন্ট পদে ‘নির্বাচিত’ হলেন শি জিনপিং৷ যদিও প্রত্যাশা মতোই এই নির্বাচনে শি-র কোনও প্রতিপক্ষ ছিল না। অপ্রতিদ্বন্দ্বী হিসেবেই ফের প্রেসিডেন্ট পদে বসলেন তিনি। ৩০০০ সদস্যের ন্যাশনাল পিপল’স কংগ্রেস তাঁকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করে। ভোটে প্রত্যেক সদস্যই জিংপিংয়ের পক্ষে মত দিয়েছেন। প্রেসিডেন্ট পদের পাশাপাশি চিনের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মিলিটারি কমিশনের চেয়ারম্যান পদেও মনোনীত হয়েছেন শি।
আরও পড়ুন- খাদ্য সঙ্কটে ভুগছে দেশ, কিম-কন্যার দিন কাটছে বিলাসব্যসনে
তবে সমালোচকদের কথায়, এই নির্বাচন এক প্রকার প্রহসন৷ কারণ, অতীতে যে নিয়ম ছিল তাতে কোনও একজন ব্যক্তি টানা দু’বারের বেশি চিনের প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন না। ক্ষমতার অলিন্দে বসে ২০১৮ সালে এই নিয়মের অবসান ঘটান খোদ জিংপিং-ই। তখনই বোঝা গিয়েছিল খুব সহজে গদি ছাড়বেন না তিনি। গত বছর তৃতীয়বারের জন্য চিনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পদে বসেছিলেন শি। শুক্রবার তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট পদে বসলেন তিনি।
চিনের রাজনীতিতে জিনপিংয়ের প্রভাব ক্রমেই বৃদ্ধি পেয়েছে৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শি নিজে থেকে অবসর না নিলে, আমৃত্যু চিনের প্রেসিডেন্ট পদেই থাকবেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>