স্কুল খুলতেই করোনা আক্রান্ত ২৭ পড়ুয়া, নিউ নর্মালে বড় বিপদের আশঙ্কা

স্কুল খুলতেই করোনা আক্রান্ত ২৭ পড়ুয়া, নিউ নর্মালে বড় বিপদের আশঙ্কা

বিশাখাপত্তনম: আনলক ফাইভ পর্বে মিলেছে স্কুল খোলার অনুমতি৷ আগামী ১৫ অক্টোবর থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি চাইলে স্কুল খুলতে পারে বলে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় জানানো হয়েছে৷ কিন্তু ইতিমধ্যেই ক্লাস করতে গিয়ে কোভিড আক্রান্ত হল অন্ধ্রপ্রদেশের বিজিয়ানগরম জেলার নবম ও দশম শ্রেণির ২৭ জন পড়ুয়া৷ 

আরও পড়ুন- কালী পুজোর আগে খুলবে না স্কুল, হাই কোর্টে জানাল রাজ্য! বছর শেষে সম্ভাবনা!

রাজ্যে ২ নভেম্বর থেকে স্কুল খোলার কথা থাকলেও, অভিভাবকদের অনুমতি নিয়েই চলছিল ক্লাস৷ এরই মধ্যে করোনা আক্রান্ত হয় ২৭ জন পড়ুয়া৷ এই ঘটনা প্রকাশ্যে আসার পর রাজ্য শিক্ষা দফতরের আধিকারিকরা বলেন, এই পড়ুয়ারা সম্ভবত অন্য কোনও জায়গা থেকেই সংক্রমিত হয়েছে৷ ওই ২৭ জন পড়ুয়ার মধ্যেই করোনার লক্ষণ পাওয়া গিয়েছে৷ তারা সকলেই ভিন্ন ভিন্ন গ্রামের বাসিন্দা৷ ফলে প্রতিটি গ্রামে স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ অন্যদিকে বিনা অনুমতিতে স্কুল খোলা যাবে না বলে জানিয়েছেন জেলাশাসক এম হরি জওহরলাল৷  

স্থানীয় এডুকেশন অফিসার জি বিজয়া লক্ষ্মী জানিয়েছেন, ‘‘একটি গ্রামে ছাত্র ও শিক্ষক সহ মোট  ১০৮ জনের করোনা টেস্ট করানো হয়েছিল৷ তাঁদের মধ্যে ১৮ জন পড়ুয়ার শরীরের করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে৷ এই পড়ুয়াদের মধ্যে ৯ জন ছাত্র ও ৯ জন ছাত্রী৷ সব ধরনের সতর্কতা মেনে চলা হচ্ছে৷’’ অন্যদিকে অপর একটি স্কুলে ৯ জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছে৷ তাদের মধ্যে ছয় জনকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ এর আগে মহামারী বিজ্ঞানের গবেষণায় বলা হয়েছিল, ১৪ বছরের কম বয়সী শিশুরা দ্রুত ‘নীরব বাহক’ হয়ে উঠছে৷ 

আরও পড়ুন- কী ভাবে খোলা হবে স্কুল? কী বলছে কেন্দ্রের নির্দেশিকা? জানুন বিস্তারিত

অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী অল্লা কলি কৃষ্ণ শ্রীনিবাস বলেন, বিজিয়ানগরমে কোভিড আক্রান্ত পড়ুয়াদের বাবা-মায়েদেরও করোনা টেস্ট করা হবে৷ যারা হোম আইসোলেনশনে থাকবে, তাদের মেডিক্যাল কিট দিয়ে দেওয়া হবে৷ সেই সঙ্গে মাস্ক ও স্যানিটাজার সম্পর্কে সচেতনতা তৈরি করার তীব্র প্রচেষ্টা চলছে৷ অন্ধ্রের এই জেলায় এখনও পর্যন্ত ৩৬ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন৷ এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৩৩ হাজারেরও বেশি রোগী৷ অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা ৭.২ লক্ষ৷ মৃত্যু হয়েছে ৫,৯০০ জনের৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =