কী ভাবে খোলা হবে স্কুল? কী বলছে কেন্দ্রের নির্দেশিকা? জানুন বিস্তারিত

কী ভাবে খোলা হবে স্কুল? কী বলছে কেন্দ্রের নির্দেশিকা? জানুন বিস্তারিত

নয়াদিল্লি:  কী ভাবে খোলা হবে স্কুল? কী কী নিয়ম মেনে চলা হবে? এই বিষয়ে সোমবার নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার৷ এই নির্দেশিকা অনুযায়ী কোনও পড়ুয়া লিখিত ভাবে বাবা-মায়ের অনুমতি ছাড়া স্কুলে আসতে পারবে না৷ স্কুলে উপস্থিতির ক্ষেত্রেও কড়াকড়ি করা যাবে না৷  

আরও পড়ুন- প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষার্থীদের উত্তরপত্র নৌকায় করে সংগ্রহ করলেন শিক্ষকরা

 

এদিন স্কুল শিক্ষা ও সাক্ষরতা দফতরের তরফে  এসওপি জারি করা হয়৷ ১৫ অক্টোবরের পর থেকে স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে৷ তবে আনলক ফাইভ-এর নির্দেশিকায় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়েছে, কবে থেকে স্কুল খোলা হবে রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলি সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে৷ এসওপি অনুয়ারে, স্কুলে আসার বদলে পড়ুয়ারা অনলাইন ক্লাসের সুবিধাও বেছে নিতে পারবে৷ পাশাপাশি ডিস্টেন্স লার্নিংয়কেও অগ্রাধিকার দেওয়া হবে৷ রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলি স্কুল খোলার সিদ্ধান্ত নিলে অবশ্যই কোভিড প্রোটোকল মেনে চলতে হবে৷ স্কুল খোলার আগে তা সঠিক ভাবে স্যানেটাইজ করতে হবে৷ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে৷ এছাড়াও জরুরি পরিস্থিতিতে দ্রুত কাজ করার জন্য একটি টাস্ক ফোর্স গঠনের কথাও বলা হয়েছে৷ 

 

এছাড়াও স্কুলে অবশ্যই ফিজিক্যাল ডিস্টেনসিং মেনে চলতে হবে৷ ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের সবসময় মাস্ক পরে থাকতে হবে৷ পুরো বছরের জন্য স্কুলগুলির NCERT-র তৈরি ক্যালেন্ডারের একটি বিকল্প বিস্তৃত অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরির প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে৷ এছাড়াও নির্দেশিকায় বলা হয়েছে, বাড়ি থেকে ফের স্কুলে পড়াশোনা শুরুর প্রক্রিয়া মসৃণ করতে হবে৷ কেন্দ্রের নির্দেশিকার ভিত্তিতে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলি তাদের নিজস্ব এসওপি তৈরি করতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে৷ পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করেই এই এসওপি তৈরি করতে হবে৷ এছাড়াও কতক্ষণ খোলা থাকবে শিক্ষা কেন্দ্রগুলি, তার সিদ্ধান্ত নেবেন সেই শিক্ষাকেন্দ্রের সঙ্গে যুক্ত আধিকারিকরা৷ 

আরও পড়ুন- নেই কোনও নজরদারি, উত্তপত্রে উঁকিঝুঁকি! চলছে বই-মোবাইল খুলে পরীক্ষা

 

প্রসঙ্গত, করোনা সংক্রমণ রুখতে গত ২৫ মার্চ থেকে শুরু হয় লকডাউন৷ তবে থেকেই বন্ধ রয়েছে স্কুল-কলেজ৷ এবার ধীরে ধীরে খুলতে চলেছে স্কুস-কলেজের দরজা৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − four =