৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ সমস্ত স্কুল? বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে পড়ুন সঠিক খবর

৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ সমস্ত স্কুল? বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে পড়ুন সঠিক খবর

b04aef00f00c399b72b8878926b6e460

নয়াদিল্লি: আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে  স্কুল৷ সম্প্রতি এমনই একটি রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ এর পর থেকেই স্কুল খোলা নিয়ে ফের বিভ্রান্তি তৈরি হয় পড়ুয়াদের মধ্যে৷ সোমবার জল্পনা উড়িয়ে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) জানাল, এমন কোনও নির্দেশিকা জারি করা হয়নি৷ এই খবরটি সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর৷ 

আরও পড়ুন- ২০ লক্ষ টাকা ঘুষ দিলেই জয়েন্টে মিলবে ৯৯.৮% নম্বর! ভুয়ো পরীক্ষার্থীর পর্দাফাঁস

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই রিপোর্টে দাবি করা হয়েছিল, বর্তমান কোভিড পরিস্থিতি বিবেচনা সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ দুর্যোগ মোকবিলা আইন, ২০০৫ এর ধারা ১০ (২) (১) এর অধীনে স্বরাষ্ট্র মন্ত্রকের ৩০ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ১ ডিসেম্বর জানিয়ে দেওয়া হবে কবে স্কুল খুলবে। এদিন এই রিপোর্ট খারিজ করে টুইট করে পিআইবি জানায়, স্কুল খোলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণ ভুয়ো খবর চাউর হয়েছে৷ এই খবরে কান দেবেন না৷ এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকৃত নির্দেশিকা সম্পর্কে নাগরিকদের অবহিত করছে পিআইবি৷ 

এদিন প্রেস ইনফরমেশন ব্যুরে জানায়, স্কুল খোলা নিয়ে এই ধরনের কোনও নির্দেশিকা জারি করা হয়নি৷ বরং স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাজ্যগুলির হাতেই ন্যাস্ত হয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আনলক সিক্সের যে গাইড লাইন জারি করা হয়েছে, তাতে বলা হয়েছিল, আনলক ফাইভের নির্দেশিকাই ৩০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে৷ স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট রাজ্য সরকার৷ 

আরও পড়ুন- কমাতেই হবে স্কুল ফি, সুপ্রিম নির্দেশে মুখ পোড়াল বেসরকারি স্কুল কর্তৃপক্ষ

প্রসঙ্গত, গত মার্চ মাস থেকেই বন্ধ রয়েছে স্কুল কলেজ থেকে শুরু করে দেশের যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান৷ রাজ্য ও কেন্দ্র শাসিক অঞ্চলগুলি স্কুল খোলার সিদ্ধান্ত নিলে নিজস্ব এসওপি তৈরি করতে পারে বলেও নির্দেশ দেওয়া হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *