কমাতেই হবে স্কুল ফি, সুপ্রিম নির্দেশে মুখ পোড়াল বেসরকারি স্কুল কর্তৃপক্ষ

কমাতেই হবে স্কুল ফি, সুপ্রিম নির্দেশে মুখ পোড়াল বেসরকারি স্কুল কর্তৃপক্ষ

নয়াদিল্লি: কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা ঠুকেও হল না শেষ রক্ষা৷ পাত্তা পেল না বেসরকারি স্কুলের ফি না কমানোর আর্জি৷ সুপ্রিম নির্দেশে আরও একবার মুখ পুড়ল শিক্ষা ব্যবসায়ীদের একাংশের৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত৷

করোনা আবহে যখন কাজ হারিয়েছেন বহু মানুষ, কমে গিয়েছে সাধারণ জনতার আয়, ঠিক তখনই বেপরোয়া ভাবে স্কুল ফি বৃদ্ধির অভিযোগ উঠেছে বেশ কিছু বেসরকারি স্কুলের বিরুদ্ধে৷ করোনা আবহে বর্ধিত স্কুল ফি নিয়ে চরম সমস্যায় পড়েন অভিভাবকদের একাংশ৷ করোনা পরিস্থিতি বিবেচনা করে পড়ুয়াদের টিউশন ফি কমানো দাবি জানিয়ে মামলা করেন অভিভাবকদের একাংশ৷ অভিভাবকদের দায়ের করা মামলায় স্কুল ফি ২০ শতাংশ কমানোর নির্দেশ দেয় হাইকোর্ট৷ আদালতের পর্যবেক্ষণে গঠিত হয় বিশেষ কমিটি৷ সেই কমিটির সুপারিশ অনুযায়ী ফি কমানোর পক্ষে ঐতিহাসিক রায় ঘোষণা করে হাইকোর্ট৷ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা ঠোকে ২০ বেসরকারি স্কুল কর্তৃপক্ষ৷ বুধবার সেই মামলা সপাটে খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত৷

এর আগে কলকাতা হাইকোর্টের তরফে রায় ঘোষণা করে সাফ জানিয়ে দেওয়া হয়, করোনা আবহে যেহেতু স্কুল বন্ধ, অনলাইনে চলছে পঠনপাঠন, সেই অনুযায়ী বেসরকারি স্কুলগুলি২০ শতাংশ ফি কমাবে৷ ২০২০–২০২১ অর্থবর্ষে স্কুলের ফি বাড়ানো যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়৷ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেও তা ধোপে টেকেনি৷ খারিজ হয়ে যায় মামলা৷ ফলে, ২০ শতাংশ ফি কমাতেই হবে বেসরকারি স্কুলগুলিকে৷

মামলাকারী স্কুল কর্তৃপক্ষের হয়ে এদিন মামলা লড়েন কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি৷ আদালতে তিনি জানান, বেসরকারি স্কুলদের কথা না শুনে হাইকোর্ট ফি কমানোর নির্দেশ দিয়েছে৷ কিন্তু সেই যুক্তি শীর্ষ আদালতে ধোপে টেকেনি৷ পাল্টা সুপ্রিম কোর্টের বিচারপতি জানান, যখন স্কুল বন্ধ তখন ল্যাব ফি থেকে শুরু করে স্পোর্টিং চার্জ কীভাবে নেওয়া হচ্ছে? আদালতে যথাযথ উত্তর দিতে পারেননি অভিষেক মনু সিঙ্ঘভি৷ এদিনের মামলার শুনানিতে হাইকোর্টের দেওয়া ২০ শতাংশ ফি কমানোর সিদ্ধান্ত বহাল রেখে স্কুলগুলির অ্যাকাউন্টস পরীক্ষা করার জন্য বিশেষ কমিটি গঠনের উপর আপাতত স্থগিতাদেশ জারি করেছে আদালত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 10 =