মাদ্রাসার পাঠ্যক্রমে এবার গীতা-রামায়ণ-মহাভারতের পাঠ

মাদ্রাসার পাঠ্যক্রমে এবার গীতা-রামায়ণ-মহাভারতের পাঠ

নয়াদিল্লি: প্রাচীন ভারতের সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্যের পাঠ পৌঁছে দিতে নয়া উদ্যোগ নিল কেন্দ্র৷ মাদ্রাসার পাঠ্যক্রমে গীতা, রামায়ণ, মহাভারত পড়ানোর প্রস্তাব দিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (এনআইওএস)৷ প্রাথমিক ভাবে ১০০টি মাদ্রাসায় এই পাঠ্যক্রম চালু করা হবে৷ পরবর্তী সময়ে ৫০০টি মাদ্রাসার রামায়ণ-মহাভারতের পাঠ চালু করা হবে বলে জানানো হয়েছে৷ 

আরও পড়ুন-  স্থগিত হয়ে গেল PSC-র নিয়োগ পরীক্ষা!

প্রসঙ্গত, মাদ্রাসা স্কুলে গীতা, রামায়ণ-মহাভারত পড়ানোর এই উদ্যোগ নয়া জাতীয় শিক্ষানীতিরই অঙ্গ৷ এনআইওএস-এর নতুন পাঠ্যক্রমে ‘ভারতীয় জ্ঞান পরম্পরা’ বা ইন্ডিয়ান নজেল ট্রাডিশনের উপর ১৫টি কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে৷ এর মধ্যে অন্যতম বেদ, যোগ, বিজ্ঞান, রামায়ণ, মহাভারত, মহেশ্বর সূত্র৷ রয়েছে সংস্কৃত ভাষা, ভোকেশনাল স্কিল৷ পড়ানো হবে ভগবত গীতাও৷ তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণির সিলেবাসে এই কোর্স রাখা হবে এই বলে জানা গিয়েছে৷ উল্লেখ্য, ভারতীয় শিক্ষা মন্ত্রকের অধীনে একটি স্বাধীন শিক্ষা সংস্থা হল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং৷ যারা নিয়মিত পড়াশোনা করতে পারে না, সেই সকল  পড়ুয়াদের শিক্ষার জন্য দায়বদ্ধ এনআইওএস৷ 

 
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং-এর নয়া পাঠ্যক্রম প্রবর্তন করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখারিয়াল৷ স্টাডি মেটেরিয়াল প্রকাশ করার সময় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, ভারত প্রচীন ভাষা ঐতিহ্য, বিজ্ঞান এবং সভ্যতার ভাণ্ডার৷ সমৃদ্ধশালী প্রাচীন ঐতিহ্য নিয়ে জ্ঞানের পরাশক্তি হওয়ার ক্ষমতা রয়েছে ভারতের৷ 

আরও পড়ুন- ভারতের শিক্ষানীতি প্রয়োগ করতে চায় বিদেশী প্রতিষ্ঠানও! দাবি শিক্ষামন্ত্রীর

তিনি আরও বলেন, এনআইওএস-এর নতুন পাঠ্যক্রম মাদ্রাসা ও আন্তর্জাতিক পড়ুয়াদের ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য বুঝতে সাহায্য করবে৷ পোখারিয়াল জানান, এনআইওএস-এর নতুন পাঠ্যক্রমটি বিশ্বব্যাপী মাদ্রাসার পড়ুয়া এবং ভারতীয় সম্প্রদায়ের জন্য বিস্তৃত করা হবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − eleven =