স্থগিত হয়ে গেল PSC-র নিয়োগ পরীক্ষা!

স্থগিত হয়ে গেল PSC-র নিয়োগ পরীক্ষা!

2e87dc77a8866bad709ab7aae9c1f4cc

কলকাতা: ফের ভ্রু কোঁচকাবেন চাকরিপ্রার্থীরা, কারণ স্থগিত হয়ে গেল PSC-র নিয়োগ পরীক্ষা! এই নিয়ে বিবৃতি জারি করেছে ‘পাবলিক সার্ভিস কমিশন’। জানান হয়েছে, ১৫ মে, ২০২১ পর্যন্ত PSC-র নিয়োগ পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও কী কারণে স্থগিত তাও জানান হয়েছে বিজ্ঞপ্তিতে। 

জানা গিয়েছে, মার্চ থেকে শুরু হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনের কারণেই WBCS-এর প্রিলিমিনারি, মেইনস-সহ বেশ কিছু পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২ মে নির্বাচনের ফল, তাই একেবারে ১৫ মে পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যদিও পরবর্তী পরীক্ষা করে নেওয়া হবে, সে ব্যাপারে কিছুই জানান হয়নি এখনও। এই ব্যাপারে আরও তথ্য জানতে https://wbpsc.gov.in ওয়েবসাইটে যেতে বলা হয়েছে। এর আগে পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছিল, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশনের প্রিলিমিনারি হবে ১১ এপ্রিল। মেইনস আয়োজিত হবে ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল। রাজ্যের প্রশাসনিক আধিকারিক নিয়োগের সর্বোচ্চ পরীক্ষার প্রিলিমিনারি আয়োজিত হবে ২১ মে।  

8785c7fac01874e110a1a06ea3370b48

রেকর্ড করে এবার আট দফা নির্বাচন হবে পশ্চিমবঙ্গে। ২৭ মার্চ বাংলায় প্রথম দফায় ভোটগ্রহণ। শেষ দফার ভোট গ্রহণ ২৯ এপ্রিল। ৫ রাজ্যের ভোট গণনা হবে একই দিন, ২ মে। দেখে নিন বাংলার ভোটের নির্ঘণ্ট…

প্রথম দফা: ২৭ মার্চ- পুরুলিয়া, বাঁকুড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পার্ট ওয়ান, পূর্ব মেদিনীপুর পার্ট ওয়ান (৩০) আসনে ভোট।

দ্বিতীয় দফা: ১ এপ্রিল- বাঁকুড়া পার্ট টু, পূর্ব মেদিনীপুর পার্ট টু, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ওয়ান (৩০) আসনে ভোট।

তৃতীয় দফা: ৬ এপ্রিল- হাওড়া পার্ট ওয়ান, হুগলী পার্ট ওয়ান, দক্ষিণ ২৪ পরগনা পার্ট টু (৩১) আসনে ভোট।

চতুর্থ দফা: ১০ই এপ্রিল- হাওড়া পার্ট টু, হুগলি পার্ট টু, দক্ষিণ ২৪ পরগনা পার্ট থ্রি (৪৪) আসনে ভোট।

পঞ্চম দফা: ১৭ই এপ্রিল- উত্তর ২৪ পরগনা পার্ট ওয়ান, নদিয়া পার্ট ওয়ান, পূর্ব বর্ধমান পার্ট ওয়ান, জলপাইগুড়ি (৪৫) আসনে ভোট। 

ষষ্ঠ দফা: ২২শে এপ্রিল- উত্তর ২৪ পরগনা পার্ট টু, পূর্ব বর্ধমান পার্ট টু ও নদিয়া পার্ট টু (৪৩) আসনে ভোট। 

সপ্তম দফা: ২৬শে এপ্রিল- মালদহ পার্ট ওয়ান, মুর্শিদাবাদ পার্ট ওয়ান, পশ্চিম বর্ধমানের ৫টি, কলকাতা দক্ষিণ (৩৬) আসনে ভোট।

অষ্টম দফা: ২৯শে এপ্রিল- মালদহ পার্ট টু, মুর্শিদাবাদ পার্ট টু, বীরভূম, কলকাতা উত্তর (৩৫) আসনে ভোট। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *