পিছিয়ে গেল মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সূচি ঘোষণা, পরীক্ষা নিয়ে নতুন করে ভাবছে রাজ্য?

পিছিয়ে গেল মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সূচি ঘোষণা, পরীক্ষা নিয়ে নতুন করে ভাবছে রাজ্য?

কলকাতা:  পিছিয়ে গেল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সূচি ঘোষণা৷ বুধবার দুপুরে পরীক্ষার সূচি ঘোষণার কথা ছিল৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কোন মাসে হবে তা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ গতকাল জানানো হয়, পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত যাবতীয় তথ্য আজ দুপুর ২টোর সময় ঘোষণা করা হবে৷ কিন্তু সূচি ঘোষণার দিন পিছিয়ে দেওয়া হল৷  এর ফলে ফের দুশ্চিন্তায় পড়ল পড়ুয়ারা৷

আরও পড়ুন- করোনা আবহে বাতিল CBSE-র দ্বাদশের পরীক্ষা

গতকাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছিল বুধবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের নির্ধারিত পরীক্ষা সূচি বেলা ২টোর সময় বিস্তারিত ভাবে ঘোষণা করা হবে৷ তবে আজ সকালে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানায়, পরীক্ষার সূচি ঘোষণা আপাতত স্থগিত রাখা হচ্ছে৷  পরীক্ষার সূচি ঘোষণার জন্য পর্যদ ও সংসদের নির্ধারিত যৌথ সাংবাদিক বৈঠক স্থগিত করে দেওয়া হয়৷ কবে সূচি ঘোষণা হবে সে বিষয়ে কোনও নিশ্চয়তা নেই৷ তবে কি রাজ্য সরকার পরীক্ষা নিয়ে নতুন কিছু ভাবছে? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে৷ কারণ গতকালই করোনা আবহে পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষায় বাতিল হয়ে গিয়েছে সিবিএসই ও আইসিএসই-র দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা৷ প্রধানমন্ত্রীর পৌরহিত্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে মন্ত্রী গোষ্ঠীর বৈঠকে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়৷ তবে পরীক্ষা নিয়ে কোনও মন্তব্য করেনি পর্যদ বা সংসদ৷ 

যেখানে দুটি দিল্লি বোর্ডের পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে, সেখানে প্রায় ২০ লক্ষ ছাত্রছাত্রীর পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার৷ নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ৩ ঘণ্টার বদলে দেড় ঘণ্টায় পরীক্ষা নেওয়া হবে৷ এবং মাধ্যমিকের আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে৷  জুলাই মাসের শেষ সপ্তাহে হবে উচ্চমাধ্যমিক আর মাধ্যমিক পরীক্ষা হবে অগাস্ট মাসে৷ কোভিড বিধি মেনে পরীক্ষা হবে হোম সেন্টারে৷ এই ঘোষণার পরিপ্রেক্ষিতেই আজ সূচি ঘোষণার কথা ছিল৷ মধ্যশিক্ষা পর্যদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিস্তারিত সূচি জানানোর কথা ছিল৷ কিন্তু সেই সূচি ঘোষণা আপাতত স্থগিত রাখা হল৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =