করোনা আবহে বাতিল CBSE-র দ্বাদশের পরীক্ষা

করোনা আবহে বাতিল CBSE-র দ্বাদশের পরীক্ষা

 

নয়াদিল্লি:  করোনা পরিস্থিতিতে কোভিড বিধি মেনে মেনেই রাজ্যে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক৷ কিন্তু সিবিএসই ও সিআইএসসিই বাতিল করে দিয়েছে দশমের বোর্ড পরীক্ষা৷ দ্বাদশের বোর্ড হবে কিনা, তাও নিয়ে ছিল চিন্তা৷ এবার পড়ুয়াদের উদ্বেগ কাটিয়ে এবার বাতিল হল সিবিএসইর দ্বাদশ শ্রেণির পরীক্ষা৷ স্কুল টেস্টের ভিত্তিতে পড়ুয়াদের নম্বর দিয়ে উত্তীর্ণ করে দেওয়া হবে৷

অন্যদিকে, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক কবে থেকে শুরু, আগামিকাল দিন ঘোষণা করবে সংসদ ও পর্ষদ৷ বুধবার বেলা ২ পর্ষদ ও সংসদ একসঙ্গেই দিন ঘোষণা করবে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =