সর্বভারতীয় বোর্ডের পরীক্ষায় প্রায় সবাই পাস, পাসের হারে রেকর্ড

সর্বভারতীয় বোর্ডের পরীক্ষায় প্রায় সবাই পাস, পাসের হারে রেকর্ড

নয়াদিল্লি:  মেধা তালিকা ছাড়াই প্রকাশিত হল কাউন্সিল অফ ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (CISCE)-র দশম (আইসিএসই) ও দ্বাদশ (আইএসসি)-এর ফল৷ দুপুর ৩টের সময় ফল ঘোষণা করা হয়৷ আইসিএসই ও আইএসসি-র পরীক্ষার্থীরা cisce.org এবং results.cisce.org –তে গিয়ে ফল জানতে পারবেন৷ এছাড়াও 09248082883 নম্বরে এসএমএস করেও ফল জানা যাবে৷ লিখতে হবে ‘ICSE/ISC (Unique ID)’৷ 

আরও পড়ুন- ব্রিটেনে বিনামূল্যে টিকা পাবেন ভারতীয় পড়ুয়ারা, লাগবে না নিভৃতবাসের খরচ

করোনা পরিস্থিতিতে বাতিল হয়ে যায় ২০২১ এর দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা৷ পশ্চিমবঙ্গে ৩৯১টি আইসিএসই এবং ২৮২টি আইএসসি স্কুল রয়েছে৷ রাজ্যে আইসিইসই পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৯ হাজার ৫২০৷ আইএসসি পরীক্ষার্থী ছিল ২৬ হাজার ৮৫৯ জন৷ সারা ভারতে এই বছর আইএসসি অর্থাৎ দ্বাদশের পরীক্ষায় মেয়েদের তুলনায় ছেলেদের ফল কিছুটা ভালো হয়েছে৷ ছাত্রদের পাশের হার ৯৯.৮৬ শতাংশ৷ ছাত্রীদের পাশের হার ৯৯.৬৬ শতাংশ৷ সামগ্রিক ভাবে দ্বাদশে অর্থাৎ আইএসসি-তে পাশের হার ৯৯.৭৬ শতাংশ৷ অন্যদিকে দশমে ছাত্রছাত্রীদের মিলিত পাশের হার ৯৯.৯৮ শতাংশ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + one =