উচ্চমাধ্যমিক: পড়ুয়াদের বিদ্রোহ, অবিলম্বে সংসদকে পদক্ষেপের নির্দেশ নবান্নের

উচ্চমাধ্যমিক: পড়ুয়াদের বিদ্রোহ, অবিলম্বে সংসদকে পদক্ষেপের নির্দেশ নবান্নের

e5289b72a44caf4f866021d0c9f78a72

 

কলকাতা: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিক হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে৷ পরীক্ষা না দিয়ে কী ভাবে ফেল, প্রশ্ন তুলে বিক্ষোভ শুরু করেছেন ছাত্রছাত্রীরা৷ ফেল করার পরেও পাশ করানোর দাবিতে চলছে বিক্ষোভ৷ এই পরিস্থিতিতে সংসদ সভাপতি মহুয়া দাসকে নবান্নে তলব করা হয়৷ চাপের মুখে নবান্নে বৈঠক করলেন সংসদ সভাপতি৷ কেন বিক্ষোভ মুখ্য সচিবকে তা জানালেন তিনি৷ অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপের নির্দেশ নবান্নের৷ 

আরও পড়ুন- সর্বভারতীয় বোর্ডের পরীক্ষায় প্রায় সবাই পাস, পাসের হারে রেকর্ড

সংসদ সূত্রে জানা যাচ্ছে, অবিলম্বে যাবতীয় অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে সংসদকে৷ বিভিন্ন জেলার পাশাপাশি কলকাতা, সংসদের কার্যালয় এমনকী শিক্ষামন্ত্রীর দোড়গোড়ায় বিক্ষোভের আঁচ পৌঁছে গিয়েছে৷ বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন চলছে৷ খাতায় কলমে যেখানে ৮ লক্ষ ছাত্রছাত্রী পাশ করেছে, সেখানে এক বিক্ষোভ কেন? কী নিয়ে এত অসন্তোষ? গোটা বিষয়টি নিয়ে সংসদের কাছে জানতে চাওয়া হয়৷ আজকের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব, শিক্ষা সচিব মণীষ জৈন, সরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজি। মুখ্যসচিবকে সংসদ সভাপতি জানান কেন অত অশান্তি৷ বক্তব্য শোনার পর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, অবিলম্বে যাবতীয় অভিযোগ শুনে তা খতিয়ে দেখে পদক্ষেপ করতে হবে৷ সেই উপলক্ষে রবিবার থেকেই দফতর খোলা রেখে অভিযোগ গ্রহণ শুরু করবে সংসদ৷ 

আরও পড়ুন- ব্রিটেনে বিনামূল্যে টিকা পাবেন ভারতীয় পড়ুয়ারা, লাগবে না নিভৃতবাসের খরচ

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অকৃতকার্য ছাত্রছাত্রীদের অসন্তোষের খবর সংসদের গোচরে আনার জন্য বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের নির্দেশ দিয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে সভাপতি মহুয়া দাসের পৌরহিত্য সংসদ আজ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গেও বৈঠক করেন। পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে সব অভিযোগ গুরুত্বসহকারে দেখা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংসদের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে৷ সেখানে বলা হয়েছে, ‘‘কয়েকটি সংবাদ ও বৈদ্যুতিন মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অসফল ছাত্রছাত্রীদের অসন্তোষের বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে৷ আজ এই বিষয়টি নিয়ে উচ্চমাধ্যমিক সংসদ বিদ্যালয়ের প্রধানদের সঙ্গে আলোচনা করেছে৷ বিদ্যালয়ের প্রধানদের অনুরোধ করা হচ্ছে যে তাঁরা যেন অবিলম্বে এই সব অসন্তোষের বিষয়ে উচ্চ মাধ্যমিক সংসদের গোচরে আনেন৷ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সব ছাত্রছাত্রীর ভবিষ্যতের কথা মাথায় রেখে অভিযোগ গুরুত্ব সহকারে দেখবে৷’’  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *