NET উত্তীর্ণদের জন্য বড় ঘোষণা UGC-র, স্বস্তিতে প্রার্থীরা

NET উত্তীর্ণদের জন্য বড় ঘোষণা UGC-র, স্বস্তিতে প্রার্থীরা

b07a978ebfb6811137d3a973d772c963

নয়াদিল্লি:  ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট ( NET) উত্তীর্ণ প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। স্বস্তিতে ছাত্ররা৷ ইউজিসি’র জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল ছাত্রছাত্রী  UGC NET বা JRF পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিন্তু করোনা পরিস্থিতিতে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করতে পারেননি, তাঁদের অতিরিক্ত সময় দেবে  ইউজিসি৷ 

আরও পড়ুন- উচ্চমাধ্যমিকে ‘অসন্তুষ্ট’ পড়ুয়াদের ফের পরীক্ষায় বসার আহ্বান শিক্ষামন্ত্রীর

যে সকল প্রার্থীরা ইতিমধ্যেই ১৮ই ডিসেম্বর বা ১৯ জুন ইউজিসি নেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, অথবা যাঁরা ইতিমধ্যেই ইউজিসি স্কিমের অধীনে জেআরএফের জন্য যোগ্যতা অর্জন করেছেন, তবে করোনা পরিস্থিতিতে মাস্টার ডিগ্রি করতে পারেননি, তাঁরা এই সুযোগ পাবেন৷ প্রসঙ্গত, বছরে দু’বার ইউজিসি নেট পরীক্ষা হয়ে থাকে৷ প্যান্ডেমিকের জেরে  ইউজিসি নেট ২০২০ ডিসেম্বরের পরীক্ষা পিছিয়ে যায় ২০২১-এর ২ মে ২০২১ থেকে ১৭ মে ২০২১ এর মধ্যে৷ তবে এখনও পর্যন্ত ২০২১-এর পরীক্ষা সূচি ঘোষণা করা হয়নি৷ এই সংক্রান্ত বিজ্ঞপ্তি  জারি করা হবে ugcnet.nta.nic.in.-এ৷ 

আরও পড়ুন- CBSE 12: প্রকাশিত ফলাফল, পাশের হার ৯৯.৩৭ শতাংশ

যেসব প্রার্থীরা ২০১৮ সালের ডিসেম্বরে UGC NET এবং যৌথ Joint UGC NET পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাঁদের ৩০ জুন ২০২২ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। যেখানে ২০১৯ সালের জুন মাসে ইউজিসি নেট এবং যৌথ সিএসআইআর ইউজিসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত অতিরিক্ত সময় পেয়েছেন। 
 

যেসব প্রার্থীরা মাস্টার্স ডিগ্রি কোর্স করছেন তারা UGC NET পরীক্ষায় (UGC NET 2021 Exam) অংশগ্রহণ করতে পারেন। যেসব প্রার্থীরা ইতিমধ্যে মাস্টার্স পরীক্ষায় অংশ নিয়েছেন এবং ফলাফলের জন্য অপেক্ষা করছেন তাঁরাও NET পরীক্ষায় অংশ নিতে পারেন।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *