কোন সিলেবাসে মেনে হবে ২০২২-এর উচ্চ মাধ্যমিক? জানিয়ে দিল সংসদ

কোন সিলেবাসে মেনে হবে ২০২২-এর উচ্চ মাধ্যমিক? জানিয়ে দিল সংসদ

9c1fd07f9bc67214064d80f04bec7cb3

কলকাতা: করোনা পরিস্থিতিতে ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷ তবে পরীক্ষার সম্ভাবনা মাথায় রেখেই করোনাকালে কমানো হয়েছিল উচ্চামাধ্যমিকের সিলেবাস৷ ২০২২ সালেও ২০২১ এর পাঠ্যসূচি মেনেই পরীক্ষা হবে৷  শুক্রবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে৷ সংসদের নির্দেশিকায় বলা হয়েছে, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ২০২১ সালের  জন্য সিলেবাসে কাটছাঁট করেছিল৷ সেই সিলেবাস অনুসারে এবং পরিবর্তিত প্রশ্নের ধরন মেনেই আগামী বছর একাদশ ও  উচ্চমাধ্যমিকের পরীক্ষা নেওয়া হবে৷’’

আরও পড়ুন- প্রথম তিন পড়ুয়াই উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের, জয়েন্টে শীর্ষে পাঞ্চজন্য

সই সঙ্গে সংসদের তরফে স্পষ্ট জানানো হয়েছে, যে সকল বিষয়ে ৬০ নম্বর বা তার কমে লিখিত পরীক্ষা হবে, সেই বিষয়গুলির সিলেবাস কমানো হবে না৷   গত বছর সিলেবাস কমানোর জন্য সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল৷ সেই সিলেবাসই বহাল থাকছে৷  করোনা পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ৷ অনলাইনে চলছে পঠন পাঠন৷ পরিস্থিতি বিবেচনা করে এবছরও কম সিলেবাসেই পরীক্ষার সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ 

আরও পড়ুন- WBJEE Results: দ্বিতীয়, তৃতীয়, চুতর্থ ছিনিয়ে নিল জেলা, তবু সার্বিক সেরা কলকাতা

প্রসঙ্গত, করোনা আবহে ২০২০ সালের মার্চ মাস থেকে বন্ধ রয়েছে স্কুল৷ চলতি বছর ফেব্রুয়ারি মাসে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য স্কুল খোলা হলেও দ্বিতীয় ঢেউের ধাক্কায় তা ফের বন্ধ করে দেওয়া হয়৷ পরীক্ষার আগে দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ক্লাসরুম শিক্ষা থেকে বঞ্চিত৷ যার জেরেই কমানো হয়েছিল সিলেবাস৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *