মঙ্গলে কলেজ খুললেও স্কুলের ধাঁচ হবে না ক্লাস, কোথাও আবার মাস্ট ডবল ডোজ

মঙ্গলে কলেজ খুললেও স্কুলের ধাঁচ হবে না ক্লাস, কোথাও আবার মাস্ট ডবল ডোজ

কলকাতা:  রাত পোহালেই খুলছে স্কুল-কলেজ৷ ফুল-কলম দিয়ে পড়ুয়াদের অভ্যর্থনা জানাতে তৈরি হচ্ছে স্কুলগুলি৷ অথচ স্কুলের ধাঁচে ক্লাস হবে না কলেজ-বিশ্ববিদ্যালয়ে৷ এক দিনে সকল ছাত্রছাত্রীকে কলেজে ডাকা হবে না৷ একাধিক কলেজে সপ্তাহে পর্যায়ক্রমে ২ দিন করে ক্লাস নেওয়া হবে৷ 

আরও পড়ুন- রাত পোহালেই খুলছে স্কুল, ফুল-কলমে অভ্যর্থনা জানানো হবে পড়ুয়াদের

পর্ষদ ও সরকারের তরফে জানানো হয়েছে স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণির প্রত্যেক পড়ুয়া সোম থেকে শনি প্রতিদিন ক্লাস করবে৷ তবে কলেজ-বিশ্ববিদ্যালয়ে তেমনটা হচ্ছে না৷ আগামীকাল কলেজ খুললেও নবাগত অর্থাৎ প্রথম বর্ষের পড়ুয়ারা আসছেন না৷ যাদবপুর বিশ্ববিদ্যাসয়ের কলা বিভাগ, ইঞ্জনিয়ারিং বিভাগ বা বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের পড়ুরা আগামীকাল ক্লাসে আসবেন না৷ তাঁদের অন্য কোনও দিন ক্লাস নেওয়া হবে৷ আগামীকাল আসছেন না কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের নবাগতরাও৷ আবার বঙ্গবাসী কলেজে শুধুমাত্র অনার্সের ক্লাস নেওয়া হবে৷ জেনারেলের ক্লাস হবে না৷ কারণ হিসাবে বলা হয়েছে, ক্যাম্পাসে একসঙ্গে অনেক পড়ুয়া এলে কোভিড বিধি নিয়ন্ত্রণে সমস্যা হবে৷ আবার লেডি ব্রেবোর্নে সপ্তাহে ৩ দিন করে ক্লাস হবে৷ 

আশুতোষ কলেজে প্রত্যেক পড়ুয়া সপ্তাহে ২দিন করে আসবেন বলে জানানো হয়েছে৷ প্রত্যেক সেমিস্টারের পড়ুয়াদের নির্দিষ্ট রুটিন করা হয়েছে৷ তাৎপর্যভাবে আশুতোষ কলেজে জানানো হয়েছে, যাঁরা ক্লাস করতে আসবেন তাঁদের ডবল ডোজ ভ্যাকসিন সার্টিফিকেট বাধ্যতামূলক৷ স্কুলের পড়ুয়াদের এখনও ভ্যাকসিন দেওয়া হয়নি৷ কিন্তু কলেজের অধিকাংশ পড়ুয়াই ১৮ উর্ধ্ব৷ তাঁরা সরকার ও বিশ্ববিদ্যায়ের তরফে টিকার সুযোগ পেয়েছেন৷ তাই ডবল ডোজ ছাড়া তাঁরা ক্লাস করতে পারবেন না বলেই জানিয়েছে আশুতোষ কলেজ৷ অন্যদিকে, স্কটিস চার্চ কলেজ ও বঙ্গবাসী কলেজ জানিয়েছেন ক্লাসে আসার আগে অন্তত সিঙ্গেল ডোজ সার্টিফিকেট দিতেই হবে৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =