কলকাতা: শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, প্রথম দশে রয়েছেন ২৭২ জন৷ এর মধ্য ১৪৪ জন ছাত্র ও ১২৮ জন ছাত্রী৷ কিন্তু প্রথম পাঁচে কতজন রয়েছে তা জানেন? এবারের উচ্চ মাধ্যমিকে প্রথম পাঁচেই আছে ২৫ জন। কোন স্থানে কতজন আছে, কারা তারা, জেনে নিন তালিকা। উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন অদিশা দেবশর্মা৷ কোচবিহার দিনহাটা শনিদেবী জৈন হাই স্কুলের ছাত্রী তিনি৷ তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৮৷ অর্থাৎ ৯৯.০৬ শতাংশ৷ দ্বিতীয় হয়েছেন সায়নদ্বীপ সামন্ত৷ পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের ছাত্র তিনি৷ তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭৷ অর্থাৎ ৯৯.০৪ শতাংশ৷ এই দুজন একক ভাবেই স্থান পেয়েছেন।
আরও পড়ুন- আগামী দিনে পথশিশুদের নিয়ে কাজ করতে চান উচ্চমাধ্যমিকে প্রথম অদিশা
তৃতীয় হয়েছেন চার জন। রোহিত সেন (পাঠভবন স্কুল, কলকাতা), সোহন দাস (হুগলি কলিজিয়েট স্কুল), অভীক দাস (কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন) এবং পরিচয় পারি (জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন)। এঁদের সকলেরই প্রাপ্ত নম্বর ৪৯৬। শতাংশের হিসাবে ৯৯.০২ শতাংশ৷ চতুর্থ হয়েছে ৮ জন৷ তাঁদের প্রাপ্ত নিম্বর ৪৯৫৷ ৯৯ শতাংশ৷ তাঁর হলেন সৌমদ্বীপ মণ্ডল (জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন), কিংশুক রায় (জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন), প্রীতম মিদ্দা (জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন), অর্পিতা মণ্ডল (পাথরমোড়া হাইস্কুল, বাঁকুড়া), অনুষ্কা ভট্টাচার্য (দিনহাটা শনিদেবী জৈন হাইস্কুল, কোচবিহার), তৃপ্তি বন্দ্যোপাধ্যায় (আরামবাগ গার্লস হাইস্কুল, হুগলি), আনন্দরূপা মুখোপাধ্যায় (রইনপুরম নবগ্রাম হাইস্কুল, হুগলি), নীতীশ কুমার হালদার (হুগলি ব্রাঞ্চ স্কুল)৷
পঞ্চম স্থানে রয়েছে ১১ জন৷ তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৪৷ ৯৮.৮ শতাংশ৷ তাঁর হলেন, চন্দ্র মণ্ডল(হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশন হুগলী), দেবাঙ্ক সাহা(রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবন, উত্তর ২৪ পরগণা), সায়ন্তিকা ভুঁইয়া (সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির), সানা দাস (সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির), কোয়েল চক্রবর্তী (মুণ্ডা হাইস্কুল বাঁকুড়া), দিক্ষা সূত্রধর (দিনহাটা শনিদেবী জৈন স্কুল), সোমনাথ পাল (বাঁকুড়া গোয়েঙ্কা বিদ্যায়তন), প্রভাত দত্ত (সোনামুখী বিজে হাইস্কুল, বাঁকুড়া), কেএইচ মুসাইদ নওয়াজ (দক্ষিণদিহি হাইস্কুল, হুগলি), অদিতি সাহানা (দিনহাটা শনিদেবী জৈন হাইস্কুল), মিষ্টু পাত্র (পাথর মোড়া হাই স্কুল, বাঁকুড়া)৷