টেট পরীক্ষা পরিচালনার নিয়মাবলী প্রকাশ, একগুচ্ছ নির্দেশ

টেট পরীক্ষা পরিচালনার নিয়মাবলী প্রকাশ, একগুচ্ছ নির্দেশ

কলকাতা: আগামী ১১ ডিসেম্বর টেট পরীক্ষা। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে যে প্রায় ৭ লক্ষ জন পরীক্ষায় বসার জন্য আবেদন করেছেন। এর আগে ২০১৭ সালে আবেদনকারীর সংখ্যা ছিল আড়াই লক্ষ। স্বাভাবিকভাবেই বলা যায়, এবারের টেট পরীক্ষা নিয়ে কৌতূহল অনেক বেশি। এবার টেট পরীক্ষা পরিচালনার নিয়মাবলী প্রকাশ হল। শুক্রবার বিবৃতি জারি করেছে স্কুল শিক্ষা দফতর।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের গর্বের জায়গাটা ফিরিয়ে আনতে হবে: বিচারপতি গঙ্গোপাধ্যায়

একগুচ্ছ নিয়ম জারি করা হয়েছে এই পরীক্ষাকে কেন্দ্র করে। জানান হয়েছে, পরীক্ষার্থীরা কোনও রকম পাতা, ডায়রি, পেন্সিল বা পেন বক্স, ক্যালকুলেটর, পেন ড্রাইভ, কাটবোর্ড, মোবাইল, ঘড়ি, ওয়ালেট, ক্যামেরা, হ্যান্ড ব্যাগ, অলঙ্কার কিছুই আনতে পারবে না। শুধু পরীক্ষার্থীদের জন্য নয়, নির্দেশিকা এসেছে পরীক্ষা কেন্দ্রের জন্যও। বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে উপরিউক্ত জিনিস আলাদা জায়গা রাখার জন্য ঘর (স্টোরেজ রুম) বানাতে হবে। আর সেই ঘরের জন্য আলাদা নিরাপত্তাকর্মী দিতে হবে। জিনিস যাতে না হারায় এবং যার জিনিস সেই পাচ্ছে, পুরো বিষয়টিতে নজর দিতে হবে।

এছাড়া প্রত্যেক পরীক্ষার ঘরে বড় দেওয়াল ঘড়ি এবং জলের নির্দিষ্ট ব্যবস্থা রাখতে হবে। এদিকে কেউ অসুস্থ হয়ে পড়লে যাতে তার চিকিৎসা সঙ্গে সঙ্গে করা যায় তার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করতে হবে। যারা বিশেষ ক্ষমতা সম্পন্ন পরীক্ষার্থী তাদের দিকে আলাদাভাবে নজর দিতে হবে। ইতিমধ্যেই টেটের জন্য পর্ষদের গাইডলাইন প্রকাশ হয়েছে। আগামী ১১ ডিসেম্বর বেলা ১২টা থেকে আড়াই ঘণ্টা পরীক্ষা হবে। তবে পরীক্ষার্থীদের দু’ঘন্টা আগে রিপোর্ট করতে হবে পরীক্ষা কেন্দ্রে। এদিকে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি (STEA)-এর তরফে অনিমেষ হালদার বলেছেন, “টেট পরীক্ষা পরিচালনা থেকে মেধাতালিকা প্রকাশ। পুরো নিয়োগ প্রক্রিয়াতে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে হবে। তা না হলে এ রাজ্যের চাকরিপ্রার্থীদের মধ্যে আস্থা ফিরে আসবে না। শিক্ষিত বেকাররা এখন মানসিক অবসাদে ভুগছে।”

প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 15 =