উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট-রেজিস্ট্রেশন দেওয়ার দিন বদল, যা জানাল সংসদ

উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট-রেজিস্ট্রেশন দেওয়ার দিন বদল, যা জানাল সংসদ

কলকাতা: আর মাত্র দেড় মাস বাকি৷ এর পরেই রাজ্যে শুরু হয়ে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষার্থীরা৷ বলা হয়েছিল, আগামী ১ মার্চ থেকে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিতরণের জন্য ক্যাম্প করা হবে। কিন্তু ওইদিন মাধ্যমিক পরীক্ষা থাকায় আগামী ৬ মার্চ উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ক্যাম্প অনুষ্ঠিত হবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে। ওই ক্যাম্প অফিসের মাধ্যমেই স্কুলগুলির হাতে অ্যাডমিট কার্ড তুলে দেওয়া হবে বলে শুক্রবার বিজ্ঞপ্তি দিয়েছে সংসদ।

আরও পড়ুন- শিক্ষক নিয়োগে দুর্নীতির গন্ধের মধ্যেই বঙ্গে আগমন বিদ্যাদেবীর! কী হতে পারে দেবীর কাল্পনিক বার্তা?

পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আগামী ১ মার্চ উচ্চ মাধ্যমিকের ক্যাম্প হওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি মাধ্যমিকের পরীক্ষাসূচীতে বদল আনা হয়। রাজ্যের উপনির্বাচনের জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার তারিখ পিছিয়ে ১ ফেব্রুয়ারি করা হয়৷ যার জেরে ওইদিন উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট বিতরণে ক্যাম্পের দিনেও বদল আনা হয়৷ 

সংসদ জানিয়েছে, আগামী ৬ মার্চ বেলা ১১ টা থেকে ক্যাম্প শুরু হবে৷ ওই ক্যাম্প থেকেই চলতি বছরের উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইত্যাদি দেওয়া হবে। ইতিমধ্যেই সংসদের ওয়েবসাইটে ক্যাম্প বা ডিসট্রিবিউশন সেন্টার-এর তালিকা আপলোড করা হয়েছে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনস্থ সমস্ত স্কুল কর্তৃপক্ষ উল্লেখিত দিনেই ছাত্রছাত্রীদের জন্য অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইত্যাদি নথিপত্র সংগ্রহ করবে। স্কুলগুলির নিজ নিজ ক্যাম্প থেকে পরীক্ষা সংক্রান্ত এই সকল নথি সংগ্রহ করা যাবে।