কবে থেকে মিলবে অ্যাডমিট কার্ড? মাধ্যমিক নিয়ে বিজ্ঞপ্তি পর্ষদের

কবে থেকে মিলবে অ্যাডমিট কার্ড? মাধ্যমিক নিয়ে বিজ্ঞপ্তি পর্ষদের

df22347fd164b53a6b47c5da1fa8c5c8

কলকাতা: আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। আর পড়ুয়া জীবনের প্রথম বড় পরীক্ষার দামামা বেজে গেল পর্ষদের এই ঘোষণায়। কবে থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাবে পরীক্ষার্থীরা, তা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। 

আরও পড়ুন- মাধ্যমিকে অঙ্কে ভয়? পরীক্ষার খাতায় কী ভাবে উত্তর লিখতে হবে? পুরো নম্বর পাওয়ার কৌশলই বা কী?

পর্ষদ জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে স্কুলে গিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে পরীক্ষার্থীরা। মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে তার দু’দিন আগেই অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি দিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ড। কিন্তু এই কার্ডে ভুল থাকলে কী করবে পরীক্ষার্থীরা? সেটাই জানিয়ে দিয়েছে পর্ষদ। অ্যাডমিট কার্ডে তথ্যগত কোনও ভুল থাকলে তা সংশোধন করার জন্য ২০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। উল্লেখ্য, ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার্থীয় অবতীর্ণ হবে ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী।