বাংলার ৯টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যহীন! রিপোর্ট চেয়ে পাঠাল উচ্চশিক্ষা দফতর

বাংলার ৯টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যহীন! রিপোর্ট চেয়ে পাঠাল উচ্চশিক্ষা দফতর

কলকাতা: রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন। এই অবস্থায় সমস্যায় পড়েছে শিক্ষা প্রশাসন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলির কাছে রিপোর্ট তলব করেছে উচ্চ শিক্ষা দফতর। উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর, কলকাতা, উত্তরবঙ্গ-সহ রাজ্যের মোট ন’টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই। অস্থায়ী উপাচার্যদের মেয়াদ ফুরিয়ে গিয়েছে৷ 

আরও পড়ুন- শিক্ষক বদলির নয়া গাইডলাইন প্রকাশ, কোন দিকে বেশি নজর

উচ্চশিক্ষা দফতরের আধিকারিকরা এই নিয়ে কিছু বলতে চাইছেন না। তবে ৯টি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশই তাদের রিপোর্ট পাঠিয়ে দিয়েছে বলে খবর। শিক্ষা দফতর থেকে এই রিপোর্ট রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে যাবে। মুখ্যমন্ত্রীর দফতরও উপাচার্য না থাকার বিষয়ে খোঁজ-খবর নিয়েছে। 

এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়ে গত ৯ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির কাছে চিঠি পাঠানো হয়৷ কলকাতা বিশ্ববিদ্যালয় ছাড়াও স্থায়ী উপাচার্য না থাকারয় সমস্যায় পড়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, সাধু রামচাদ মুর্মু ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়, মহাত্মা গাঁধী বিশ্ববিদ্যালয়। উচ্চ শিক্ষা দফতর জানাচ্ছে, উপাচার্যপদ ফাঁকা হওয়ার আগেই এই বিষয়ে দফতর থেকে রাজভবনকে সূচিত করা হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য ঠিক করতে সার্চ কমিটির মনোনীত প্রার্থীদের সঙ্গে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দও কথা বলেছেন। কিন্তু আচার্যের দফতর থেকে এখনও কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।