সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ, পোর্টাল এডিটরের আগাম জামিন মঞ্জুর হাইকোর্টে

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ, পোর্টাল এডিটরের আগাম জামিন মঞ্জুর হাইকোর্টে

1b67e6df258db1663b1bf6c3e2e76043

কলকাতা:  সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে উস্কানিমূলক পদক্ষেপ করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে৷ বলা হয় সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে চেয়েছিলেন তিনি৷ এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলাও রুজু করে পুলিশ৷ মঙ্গলবার শুনানির সময় অভিযুক্ত উপেন প্রধানের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে বিচারপতি জয়মাল্য বাগচি এবং শুভ্রা ঘোষের বেঞ্চ৷ ১০ হাজার টাকার বন্ড এবং সম পরিমাণ অর্থের দুটি জামানত জমা দিতে বলা হয়েছে তাঁকে৷ 

আরও পড়ুন- ‘চাকরি পেয়ে আর খোঁজ নেয়নি বিউটি, এসেছে নতুন জীবনসঙ্গী’! দুর্দশায় শহিদ অমিতাভের পরিবার

উপেন প্রধান হলেন বাংলার একটি জনপ্রিয় ওয়েব পোর্টালের এডিটর৷ কিছু দিন আগে নিজের পোর্টালে একটি আর্টিকেল ছাপেন তিনি৷ ওই আর্টিকেল উস্কানিমূলক বলে অভিযোগ তোলা হয়৷ এর পরই তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়৷ যদিও প্রধানের আইনজীবী আনন্দ ভান্ডারীর দাবি, তাঁর মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন৷ তিনি বলেন, ‘‘উপেন প্রধানের বিরুদ্ধে একের পর এর অভিযোগ আনছিল পুলিশ৷ যার কোনও ভিত্তি নেই৷ কীসের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ৫০৫ নং ধারায় অভিযোগ আনা হল, তা এখনও প্রকাশ করেনি পুলিশ৷’’ এছাড়াও এই ঘটনার অনের পড়ে প্রধানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় বলেও অভিযোগ তাঁর৷ 

আরও পড়ুন- ‘টাকা দাও, নম্বর নাও’! কাটোয়া আইন কলেজে ‘সর্বনেশে আইন-কানুন!’

ঘটনাটি ২০২০-র জানুয়ারি মাসের৷ পোর্টালে প্রকাশিত একটি আর্টিকেলকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত৷ এই আর্টিকেলের জন্যই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়৷ এখন আদালতে তাঁর জামিনের বিরোধিতা করছেন সরকারি কৌঁসুলি নিলয় চক্রবর্তী এবং বিশ্বরূপ রায়৷ কিন্তু উপেন প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগ, মামলার রেকর্ড এবং মামলার গতিপ্রকৃতি বিচার করেই মঙ্গলবার তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷      

আরও পড়ুন- ফি বৃদ্ধির প্রতিবাদে কলেজে তালা ঝুলিয়ে ছাত্রী-বিদ্রোহ, উত্তাল বাণীপুর মহিলা মহাবিদ্যালয়

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *