চিটফান্ড কাণ্ডে গতি আনতে কলকাতা থেকে সরানো হল ইডি-র স্পেশাল ডিরেক্টরকে

চিটফান্ড কাণ্ডে গতি আনতে কলকাতা থেকে সরানো হল ইডি-র স্পেশাল ডিরেক্টরকে

কলকাতা: এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)-এর স্পেশাল ডিরেক্টর যোগেশ গুপ্তাকে কলকাতা থেকে দিল্লি বদলি করল কেন্দ্রীয় সরকার৷ তার পরিবর্তে স্পেশাল ডিরেক্টর পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল আইআরএস অফিসার বিবেক ওয়াদেকরকে৷ সোমবার অ্যাপয়েন্টমেন্টস কমিটি অফ দা ক্যাবিনেট (এসিসি) এই বদলির সিদ্ধান্ত নেয়৷ 

আরও পড়ুন- পুজোর মুখে ঘূর্ণিঝড়? বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে গভীর নিম্নচাপ! প্রভাব পড়বে বাংলায়?

যোগেশ গুপ্ত হলেন, ১৯৯৩ সালের কেরল ব্যাচের আইপিএস অফিসার৷ তাঁর বদলির অর্ডারে বলা হয়েছে, ‘‘ইডি-র স্পেশাল ডিরেক্টর আইপিএস অফিসার (কেএল ১৯৯৩) যোগেশ গুপ্তার বদলির প্রস্তাবে অনুমোদন দিয়েছে এসিসি৷ তাঁকে কলকাতা থেকে দিল্লি বদলি করা হল৷ স্পেশাল ডিরেক্টর (অ্যাডজুডিকেশন) করে পাঠানো হল দিল্লিতে৷ কলকাতায় স্পেশাল ডিরেক্টর পদে অতিরিক্ত চার্জ দেওয়া হল বিবেক ওয়াদেরকরকে৷’’ ইডি-তে যোগ দেওয়ার আগে আর্মড পুলিশ ব্যাটেলিয়নে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং কেরল ফিনান্সিয়াল কর্পোরেশনের সিএমডি পদে কর্মরত ছিলেন৷ এছাড়াও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং কস্ট ম্যানেজমেন্ট গুপ্তা সিবিআই-এর মুম্বই শাখার ব্যাঙ্ক সিকিউরিটি এবং জালিয়াতি সেলের দায়িত্বও পালন করেছিলেন৷  

তাঁর বদলির কারণ হিসেবে নর্থ ব্লক সূত্রে খবর, চিটফান্ড ও আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন মামলায় বেশি অগ্রগতি হচ্ছিল না৷ সে কারণেই এই বদলি৷ আবার কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ কর্তার কথায়, বদলির কারণ জানা নেই৷ এটা রুটিন বদলি বলেই মনে করা হচ্ছে৷ তবে ২১-এ বিধানসভা ভোটর আগে তদন্তে গতি আনতেই এই বদল বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ 

আরও পড়ুন- রোগীর বরাদ্দ টাকায় ১৫০ স্বাস্থ্যকর্তাকে ২০ হাজারি মোবাইল ‘উপহার’!

অন্যদিকে বিবেক ওয়াদেকর হলেন ১৯৯১ সালের আইআরএস অফিসার৷ ২০১৮ সালে পাঁচ বছরের জন্য তাঁকে ইডি-তে নিয়োগ করা হয় তাঁকে৷ দিল্লির প্রশাসনিক মহলে কানাঘুষো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছের লোক বিবেক ওয়াদেকর৷ রাজীব গান্ধী ফাউন্ডেশন এবং ইন্দিরা গান্ধী  মেমোরিয়াল ট্রাস্টের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়ম খতিয়ে দেখার জন্য আন্তঃমন্ত্রক কমিটির নেতৃত্বে ছিলেন তিনি৷ ইডি হল কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ আর্থিক তছরুপের সংক্রান্ত মামলা তদন্ত ভার সামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =