শুরু হল ভোটার তালিকা সংশোধনের কাজ, কী ভাবে আবেদন করবেন?

শুরু হল ভোটার তালিকা সংশোধনের কাজ, কী ভাবে আবেদন করবেন?

fc7ca0e5c57b124b76e77b6c855d8324

কলকাতা: ২১ এর বিধানসভা ভোটের আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন৷ সেই সঙ্গে আজ বুধবার থেকে শুরু হয়ে গেল ভোটার তালিকা সংশোধনের কাজ৷ ১৫ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের প্রতিটি বুথে তালিকা সংশোধনের কাজ চলবে বলে জানানো হয়েছে৷ রাজ্যে মোট বুথ রয়েছে ৭৮ হাজার ৯০৩৷ খসড়া তালিকা অনুসারে রাজ্যে মোট ভোটার সংখ্যা ৭ কোটি ১৮ লক্ষ ৪৯ হাজার ৩০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার হল ৩ কোটি ৬৭ লক্ষ ২ হাজার ৫৯০ জন৷ মহিলা ভোটার ৩ কোটি ৫১ লক্ষ ৪৫ হাজার৷ তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ৪৩০৷ 
 

আরও পড়ুন- শুভেন্দুর সমর্থনে বনগাঁয় দাদার অনুগামীদের পোস্টার, শুরু রাজনৈতিক তরজা

ভোটার তালিকা আপডেট করতে গিয়ে ৩৯ হাজার ১৭৬ জনের নাম নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে৷ বাদ গিয়েছে ১ লক্ষ ৩০ হাজার ভোটারের নাম৷ বুথ লেভেল অফিসার বা বিএলও-রা আজ থেকেই ভোটার তালিকায় নাম থাকা ভোটারদের ইনফরমেশন স্লিপ সরবরাহ করবে৷ এছাড়াও কারও যদি নাম বা তথ্য ভুল থাকে, সেটাও ১৮ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে সংশোধন করা যাবে৷ এই আবেদন যাচাই করে দেখা হবে ৫ জানুয়ারি৷ আবার ২১ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন বুথে কমিশনের তরফে বিশেষ প্রচার চালানো হবে৷ ১৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে৷ একটি বিধানসভা কেন্দ্র থেকে অন্য বিধানসভা কেন্দ্রে নাম ট্রান্সফার কিংবা ভোটার তালিকায় নতুন নাম তোলার জন্য ৬ নম্বর ফর্মে আবেদন করতে হবে৷ নাম বাতিল করতে গেলে লাগবে ৭ নম্বর ফর্ম৷ তথ্য পরিবর্তনের জন্য ৮ নম্বর ফর্মে আবেদন জানাতে হবে৷  ভোটার তালিকা সংশোধনের আগে গত ৯ নভেম্বর নির্বাচন কমিশনের কার্যালয়ে বসেছিল সর্বদল বৈঠক৷ ওই বৈঠকে বুথ লেভেল অফিসারদের তত্ত্বাবধানে ভোটার তালিকা সংশোধনের দাবি জানিয়েছিলেন বিভিন্ন দলের নেতারা৷ 

আরও পড়ুন- ‘গো-হারা হারব’! অনুব্রতর মুখের ওপর জবাব তৃণমূল কর্মীর, বন্ধ করা হল মাইক

গত বছর নভেম্বর মাসে খাদ্য দপ্তরের দেওয়া পরিসংখ্যানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছিল৷ জানা গিয়েছিল, গত সেপ্টেম্বর মাসে ১৮ দিনের বিশেষ শিবিরে নতুন রেশন কার্ড করার জন্য ১১ লক্ষ ৩২ হাজার ২৯৫টি আবেদন জমা পড়ে৷ পরিবারের নতুন সদস্যের জন্য রেশনে নামে তোলার জন্য আবেদন জমা পড়েছে ২৮ লক্ষ৷ কার্ডে তথ্য সংশোধনীর সংক্রান্ত প্রায় ১ কোটি আবেদন জমা পড়েছে বলে খবর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *