শুভেন্দু মন্ত্রিত্ব ছাড়লেও দলেই আছেন! এখনও আশাবাদী সৌগত রায়

শুভেন্দু মন্ত্রিত্ব ছাড়লেও দলেই আছেন! এখনও আশাবাদী সৌগত রায়

1d218fdeffc285cb9a874d80511e71f5

কলকাতা:  বেশ কিছু দিন ধরেই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জোড় জল্পনা চলছিল রাজ্য রাজনীতিতে৷ শুক্রবার মন্ত্রিসভা থেকে শুভেন্দু অধিকারীর ইস্তফা দেওয়ার খবরে উত্তাল রাজনৈতিক মহল৷ এর আগে বরফ গলাতে শুভেন্দুর সঙ্গে দু’দুবার বৈঠক করেন সৌগত রায়৷ কিন্তু এর পরেও ভুল বোঝাবুঝি মেটেনি৷ এদিন তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘‘উনি মন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেও দলের বিধায়ক পদ ছাড়েননি৷ এখনও দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেননি৷ যতক্ষণ দলের সদস্য আছেন, দলের বিধায়ক আছেন ততক্ষণ আশা আছে৷’’

আরও পড়ুন-‘দিদিমণির ঘর ভাঙছে, দেখ কেমন লাগে’, শুভেন্দুর ইস্তফার পরই কটাক্ষ দিলীপের

গতকাল HRBC চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা৷ এর পর আজ মন্ত্রিত্ব থেকে ইস্তফা৷ যাঁর অরাজনৈতক সভা নিয়ে এতো বিতর্ক, তার পরেও তাঁকে নিয়ে কী ভাবে আশা করা হচ্ছে? এর উত্তরে সৌগতবাবু বলেন, যতক্ষণ শুভেন্দু দলে আছেন ততক্ষণ আশা করব এবং চেষ্টা চালিয়ে যাব৷ এটাই দলের নির্দেশ৷ দু’ বার শুভেন্দুর সঙ্গে কথা বলেছেন সৌগত রায়৷ আগামী দিনেও শুভেন্দু কথা বলতে রাজি আছেন বলে জানান তিনি৷ সৌগত বাবু জানান, শুভেন্দু অধিকারী আগেও জানিয়েছেন উনি দল ছাড়বেন না৷ ‘‘উনি যখন বলছেন দলে আছেন, তখন কেন আশা ছেড়ে দেব?’’ মন্ত্রিত্ব থেকে এই পদত্যাগকে কী ভাবে দেখছে দল? সৌগতবাবু বলেন, ‘‘এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত বলেই মেনে নেওয়া হয়েছে৷ এই সিদ্ধান্তে আমি ব্যক্তিগত ভাবে দুঃখিত৷ ’’ তবে এটা চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নয় বলেই উল্লেখ করেন সৌগতবাবু৷ তাঁর কথায়, চূড়ান্ত হচ্ছে দল ছেড়ে দেওয়া৷ দল না ছাড়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া হবে৷ শুভেন্দু অধিকারীর সঙ্গে বারবার কথা বলে তাঁর মনে হয়েছে উনি দল ছাড়বেন না৷ তাঁকে নিয়ে আশাবাদী সৌগত৷ তিনি বলেন, আমি কূটনীতি করি না৷ দল যে দায়িত্ব দিয়েছে৷ সেটা পালন করব৷ সবাই যাতে দলে থাকে সেই চেষ্টা করব৷      

আরও পড়ুন- ব্রেকিং: মন্ত্রী পদ থেকে ইস্তফা শুভেন্দুর, যাচ্ছেন না দিল্লি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *