এবার রাজীবের কেন্দ্রে পড়ল ‘বহিরাগত’ পোস্টার, চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে

এবার রাজীবের কেন্দ্রে পড়ল ‘বহিরাগত’ পোস্টার, চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে

হাওড়া: রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডোমজুড়ে এবার পড়ল বহিরাগত পোস্টার৷ ওই পোস্টারে লেখা রয়েছে ‘‘স্যুটে-বুটে পরিযায়ী আর নয়, এবার ভূমিপুত্র চাই’’৷ পোস্টারের নীচে লেখা রয়েছে, ডোমজুড় কেন্দ্র তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ৷ 

আরও পড়ুন- ‘বিশ্বভারতীর ভিতরে ঢুকে পতাকা লাগিয়ে দেব’, শাহের সফরে হুঙ্কার অনুব্রতর

সোমবার সলপ ও বাঁকড়ার একাধিক জায়গায় চোখে পড়ল এই পোস্টার৷ ওই পোস্টারে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি৷ স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে৷ প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরেই দলের অন্দরে বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়৷ দলের ভিতরে কাজ করার সুযোগ নেই বলেও সুর চড়িয়েছিলেন তিনি৷ এর পর বিভিন্ন জায়গায় একই পোস্টারে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা যায় তাঁকে৷ যা রীতিমতো অস্বস্তিতে ফেলেছিল তৃণমূল কংগ্রেসকে৷ শুভেন্দুর দলত্যাগের পর রাজীব বন্দ্যোপাধ্যায়কে ধরে রাখতে মরিয়া ঘাসফুল শিবির৷ 

এবার রাজীব গড়ে বহিরাগত পোস্টার পড়ায় নতুন করে জল্পনা মাথাচাড়া দিয়েছে৷ একইমধ্যে গতকাল হুগলির কোন্নগরের বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে ব্যানার৷ এই ব্যানারের নীচেও লেখা ছিল তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে৷ কারণ গত শনিবার অমিত শাহের উপস্থিতিতে বিজেপি’তে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী৷ রাজীব দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেও এখনও তৃণমূলেই আছেন৷ ফলে এক ব্যানারে দুই নেতার ছবি ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য৷ তবে জেলা সভাপতি দিলীপ যাদবের অভিযোগ, এটা বিজেপি’র কাজ৷ অন্যদিকে বিজেপি’র পাল্টা অভিযোগ, এটা তৃণমূলেরই গোষ্ঠী দ্বন্দ্বের ফল৷

আরও পড়ুন- ধ্বংস হচ্ছে গড়ের মাঠের সবুজ, নোংরা দেখে স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টের

 
এদিকে ক্ষুব্ধ রাজীবের মান ভঞ্জনের দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে৷ রাজীবের সঙ্গে প্রথম বৈঠকের পর কিছুটা হলেও আশার আলো দেখেছিল তৃণমূল৷ সোমবার নাকতলায় নিজ বাসভবনে রাজীবকে নিয়ে ২ ঘণ্টা বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়৷ যদিও বৈঠকে কী কথা হয়েছে, সে বিষয়ে কোনও কথা বলেননি কেউই৷ রাজীবের কৌশলী উত্তর,  দলের বিষয় দলের ভেতরে থাকাই ভাল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =