নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: রবীন্দ্রনাথকে মুছে দেওয়ার চেষ্টা চলছে৷ এতদিন বিশ্বভারতীতে রাজনীতি করিনি৷ এবার করব৷ বিশ্বভারতীর ভেতরে গিয়ে পতাকা লাগাব৷ বিজেপিকে চ্যালেঞ্জ অনুব্রতর৷ দুদিনের বঙ্গ সফরে বিশ্বভারতীতে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এবার সেই প্রসঙ্গেই শাহকে তোপ দাগলেন অনু্ব্রত৷ দাবি করেন, রবীন্দ্রনাথকে মুছে দেওয়ার চেষ্টা চলছে বাংলায়৷ একইসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘এতদিন বিশ্বভারতী নিয়ে রাজনীতি করিনি। এ বার আর হাত গুটিয়ে বসে থাকব না।’’
বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে সোমবার একহাত নেন অনুব্রত। বলেন, ‘‘উপাচার্য পদে থেকে উনি যদি যা খুশি করেন, বিশ্ববিদ্যালয়ে বিজেপিকে নিয়ে যদি পাগলামিতে শামিল হন, ছেড়ে কথা বলব না। বিশ্বভারতীতে ঢুকে তৃণমূলের পতাকা টাঙিয়ে দেব। এত দিন বিশ্বভারতী নিয়ে মাথা ঘামাইনি আমরা। রাজনীতি করিনি। এ বার বিশ্বভারতী নিয়ে আমরাও সক্রিয় রাজনীতি করব।’’এদিন বিশ্বভারতীর উপাচার্যকে পাগল বলেও মন্তব্য করেন বীরভূমের তৃণমূল সভাপতি৷
বাসুদেব বাউলের বাড়িতে শাহের মধ্যাহ্নভোজন নিয়ে অনুব্রতর যুক্তি, বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজন নিয়ে ঢাকঢোল পিটিয়েছিলেন অমিত, তার পাল্টা ১ হাজার বাউলকে নিয়ে পথে নামবেন তাঁরা। এমনকি বাসুদেব বাউলকেও মমতার বন্দ্যোপাধ্যায়ের সভার মিছিলে দেখা যেতে পারে বলে জানিয়েছেন অনুব্রত।