তুষার ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ড, বাঁধ ভেঙেছে মোদী-শাহের জন্যে, তোপ দাগলেন কল্যাণ

তুষার ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ড, বাঁধ ভেঙেছে মোদী-শাহের জন্যে, তোপ দাগলেন কল্যাণ

b84a290fe69eaca3582e03249500427a

কলকাতা:  উত্তরাখণ্ডে হমবাহ ভেঙে তুষার ধসে বিপর্যয়ের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে অভিযোগের আঙুল তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ এদিন তোপ দেগে তিনি বলেন, ‘‘বিজেপি সরকার সব মাল খেয়ে নিয়েছে৷ শুধু তোলা তুলেছে৷ তাই উত্তরাখণ্ডে সব বাঁধ ভেঙে পড়েছে৷’’

আরও পড়ুন- বিপর্যস্ত উত্তরাখণ্ডে না গিয়ে বাংলায় কেন দলীয় সভা? মোদিকে একহাত নিল সিপিএম

এদিন মোদী-শাহর বিরুদ্ধে সুর চড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‘শুধু তোলা তুলেছেন মোদী-অমিত শাহ৷ সব তোলা তাঁদের পাঠানো হয়েছে৷ অমিত শাহ আর মোদী করে খাচ্ছেন৷ দাড়ি নিয়ে ভদ্রলোকের মতো মুখ দেখাচ্ছেন মোদী, যেন উনি কোনও মহাপুরুষ৷ কিন্তু ওঁর মতো দু’নম্বরী লোক কোথাও পাবেন না৷’’

প্রসঙ্গত, রবিবার বঙ্গে এসে তৃণমূল সরকারকে তুলোধোনা করেছিলেন নমো৷ বলেছিলেন, ‘‘পিসি ভাইপো বাংলা থেকে উৎখাত হবেন৷ তৃণমূলকে রাম কার্ড দেখাবে বাংলা৷’’ তোপ দেখে তিনি আরও বলেন, ‘‘তৃণমূল-বাম-কংগ্রেস মিলে ‘ম্যাচ ফিক্সিং করেছে৷’’ পাল্টা সুর চড়িয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘‘বাংলার মানুষ আগেই বিজেপিকেই লাল কার্ড দেখিয়ে দিয়েছে৷’’ পাল্টা জবাব দেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীও৷ তিনি বলেন, ‘‘ম্যাচ ফিক্সিং তো তৃণমূল আর বিজেপি’র৷’’ 

আরও পড়ুন- তৃতীয় দিনের শুরুতেই হোঁচট খেল ‘গেরুয়া রথ’, পুলিশি বাধায় উত্তপ্ত বেলডাঙা

আট বছর আগে কেদারনাথের ভয়াবহ স্মৃতি উস্কে গতকাল মেঘ ভাঙা বৃষ্টিতে ভাসে উত্তরাখণ্ড৷ অলকানন্দা ও ধৌলিগঙ্গায় ব্যাপক জলোচ্ছ্বাসে এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে৷ নিখোঁজ ১৭০ জন৷ তবে যে ভাবে চামোলি জেলায় হিমবাহ ভেঙে গোটা এলাকায় তুষারধস নেমেছে তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷  জলের তোড়ে পাঁচটি সেতু নিশ্চিহ্ন হয়ে গিয়েছে৷ ক্ষতিগ্রস্ত এনটিপিসি’র পাওয়ার প্লান্ট৷ ঋষিগঙ্গার কাছে আরও একটি জলবিদ্যুৎ-এর প্লান্ট ভেঙে পড়েছে৷ হড়পা বানে সম্পূর্ণ ভেসে গিয়েছে উত্তরাখণ্ডের তপোবন বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্লান্টটি৷ এর পরই আজ এই ঘটনার জন্য মোদী-শাহের দিকে আঙুল তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *