‘অন্যায় করলে কান মুলে দেব, প্রয়োজন থাপ্পর দেব’, দলকে শৃঙ্খলে বাঁধতে উদ্যত মমতা

‘অন্যায় করলে কান মুলে দেব, প্রয়োজন থাপ্পর দেব’, দলকে শৃঙ্খলে বাঁধতে উদ্যত মমতা

4a5b3458e79fe3afcd42d794cf9c2838

কালনা:  ক্রমশ বাড়ছে একুশের নির্বাচনী রণের উত্তাপ৷ তৃণমূলের দিকে বারবার দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি৷ তারই জবাব দিতে এদিন অভিভাবক হয়ে ‘দুষ্টু সন্তান’দের শাসন করার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- দুর্নীতি চাপতে দুষ্টু গরুরা ইধার-উধার করছে, দলত্যাগীদের বিঁধলেন মমতা

মঙ্গলবার কালনার জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘তৃণমূলের কোনও সদস্য যদি অন্যায় করে, তাহলে অভিভাবক হিসাবে আমি দাঁড়িয়ে রয়েছি৷ দরকার পড়লে কান মুলে দেব৷ প্রয়োজনে গালে দুটো থাপ্পর দেব৷ প্রশ্ন করব কেন এই অন্যায় করছ?’’ জোড় গলায় বলেন, ‘‘অন্যায় কানে এলে বরদাস্ত করি না, করব না৷’’ এই কারণেই আগে থেকে ভয় পেয়ে দু’একজন পালিয়ে যাচ্ছে বলেও দলত্যাগীদের কটাক্ষ করেন তিনি৷ 

মমতা বলেন, ‘‘ওঁরা জানে আমি ওঁদের টিকিট দেব না৷ যাঁরা মানুষের সঙ্গে থাকে না, তাঁদের বিপদে আপদে পাশে থাকে না, নিজের পরিবার ছাড়া কিছু বোঝে না, আমি তাঁদের জন্য নই৷ আমি মানুষের জন্য৷ মানুষের পরিবারই আমার পরিবার৷’’ সেই সঙ্গে সতর্ক করে বলেন, ‘‘বিজেপি থেকে সাবধান৷ বিজেপিকে বিদায় জানাতে হবে৷ ভারতকে শ্মশানে পরিণত করেছে বিজেপি৷ আগামী দিনে বাংলাকেও শ্মশানে পরিণত করতে চায়৷ কিন্তু আমরা তা করতে দেব না৷’’

আরও পড়ুন- ‘যারা মায়ের দুঃসময়ে পাশে থাকে না তারা কুসন্তান’, কাকে বললেন মমতা?

তিনি জানান, মানুষের কথা ভেবেই তৃণমূল তৈরি করেছিলেন তিনি৷ এই তৃণমূল তাঁর স্বপ্ন৷ তৃণমূলের ছোট্ট একটি প্রতীক চিহ্ন তাঁর ঠাকুর ঘরেও রাখা আছে৷ মাকে প্রণাম করার সঙ্গে সঙ্গে তৃণমূলের ওই প্রতীক চিহ্নটিকে প্রণাম করেই ঘর থেকে বার হন তিনি৷ প্রার্থনা করেন মা-মাটি-মানুষের ভালো থাকার৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কোনও মন্দিরে গোত্র জানতে চাইলে আমি বলি মা-মাটি মানুষ৷ কারণ সবার ভালো হলে আমিও ভালো থাকব৷’’ 

বিজেপি’র বিরুদ্ধে তোপ দেগে বলেন, সব চ্যানেল কিনে নিয়েছে ওরা৷ মিথ্যে ভিডিয়ো দেখানো হচ্ছে৷ ওসবে কান দেবেন না৷ কারণ বিজেপি এমনই একটা দল যারা মিথ্যেকে সত্যি প্রমাণিত করতে পারে৷      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *