কালনা: কিছু সপ্তাহ আগেই শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। এদিন তার এলাকা থেকেই জনসভা করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সবাই দাঁড়িয়ে পরোক্ষ ভাবে তাকেই যেন আক্রমণ করলেন তিনি। একই সঙ্গে কটাক্ষ করলেন সেই সব নেতাদের যারা সদ্য দলবদল করেছেন। মমতার কথায়, যে সন্তান মায়ের দুঃসময়ে পাশে থাকে না তারা কুসন্তান।
এদিন কালনার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলবদল পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, যারা গেছে তারা ভালই করেছে, দল থেকে পাপ বিদায় হয়েছে। সেই সঙ্গে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দলে এরা গেছে, পরবর্তী সময়ে বিজেপি বুঝতে পারবে কি হয়। এই প্রেক্ষিতেই দলবদলুদের উদ্দেশ্য করে মমতার বার্তা, যারা মায়ের দুঃসময়ে পাশে থাকে না, তারা কুসন্তান। মমতা বলেন, দলে থেকে যারা দুর্নীতি করবে তাদের দলে থাকার দরকার নেই। মা ছেলে-মেয়েদের লালন-পালন করে, তারপর মা অসুস্থ হলে তারা ছেড়ে চলে যায়, সেই সন্তানরা কুসন্তান। এই মন্তব্য করে পরোক্ষে যে কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুকে একহাত নিয়েছেন তিনি তা বলাই বাহুল্য। তিনি আরো বলেন, দুর্নীতি থেকে বাঁচতেই বিজেপিতে গেছে এরা। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। এখন কিছু দুষ্টু গরু দুর্নীতি চাপা দেওয়ার জন্য হাম্বা হাম্বা করছে। মমতার সাফ কথা, ওরা বুঝে গিয়েছিল যে তাদের টিকিট দেওয়া হবে না। তাই বিজেপিতে চলে গেছে।
একই সঙ্গে ভারতীয় জনতা পার্টি শিবিরকে এক হাত নিয়ে মমতা বলেন, বিজেপি কোন ধর্ম মানে না এবং কোনো ধর্মকে সম্মান করে না। ধর্ম সম্পর্কে তারা কিচ্ছু জানেনা। শুধু মিথ্যা কথা বলেন আর ভুল তথ্য দেয়। এই পরিপ্রেক্ষিতে মমতা বলেন, চৈতন্যদেবের সম্পর্কে ভুল তথ্য দেয় বিজেপি, বিবেকানন্দের নাম ভুল বলে। শুধু বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে তারা।