মমতার সংস্কার করা ঠাকুরনগর স্টেশনের নাম পরিবর্তনের ঘোষণা শাহের!

মমতার সংস্কার করা ঠাকুরনগর স্টেশনের নাম পরিবর্তনের ঘোষণা শাহের!

 

ঠাকুরনগর:  মতুয়াদের মন পেতে এদিন ঠাকুরনগরের জনসভা থেকে একের পর এক ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ ঠাকুরনগর স্টেশনের নাম বদলে শ্রীধাম ঠাকুরনগর স্টেশন করার কথা জানালেন তিনি৷ ঘোষণা করলেন বয়স্ক দলপতিদের পেনশন দেওয়ার কথা৷ জানালেন করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই কার্যকর হবে সংশোধিক নাগরিকত্ব আইন (সিএএ)৷  এ দেশের নাগরিকত্ব পাবেন মতুয়ারা৷ 

আরও পড়ুন- ‘রবীন্দ্রনাথ ঠাকুর’ উচ্চারণই করতে পারলেন না শাহ! নাম নিতেই খেলেন হোঁচট

প্রসঙ্গত, রেলমন্ত্রী থাকার সময় এই ঠাকুরনগর স্টেশনকে মডেল স্টেশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই রেল স্টেশনের নামই পরিবর্তন করার কথা বললেন অমিত শাহ৷ তিনি সুর চড়িয়ে এও বলেন, এই স্টেশনের নাম পরিবর্তনের অনুমতি দেয়নি রাজ্য সরকার৷ অনুমতি দিতে হবে না৷ ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী প্রথম সপ্তাহেই ঠাকুরনগর স্টেশনের নাম বদলে শ্রীধাম ঠাকুর নগর করার প্রস্তাব কেন্দ্রীয় সরকারকে পাঠাবে৷ এছাড়াও তিনি জানান, ক্ষমতায় এলে মতুয়া সমাজের গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রদের জন্যও বড় ঘোষণা করা হবে৷ 

এদিনও অনুপ্রবেশ ইস্যুতে তোপ দাগেন অমিত শাহ৷ তিনি বলেন, অনুপ্রবেশকারীদের রুখতে মমতা সরকার ব্যর্থ৷ এ রাজ্যে এমন সরকারকে ক্ষমতায় আনতে হবে যারা অনুপ্রবেশকারী তো দূর একটা পাখিও ঢুকতে দেবে না৷ আর এই ব্যবস্থা একমাত্র নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকারই করতে পারবে৷ 

আরও পড়ুন- যারা জাত নয়, ভাত চাই বলে সরব, তাদের বিরুদ্ধে পরিকল্পিত হামলা! কটাক্ষ সেলিমের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাকে হিংসা মুক্ত করে বিকাশের পথে নিয়ে যেতে হবে৷ বাংলায় উদ্যোগপতিদের আনতে হবে, শিল্প আনতে হবে৷ পশ্চিমবাংলায় বিনিয়োগ আনতে হবে৷ এগুলোর কোনওটাই মমতা সরকার করতে পারবেন না বলেও কটাক্ষ করেন তিনি৷  

জানান, বিজেপি সরকার ২০২১-২২ অর্থবর্ষে বাংলার জন্য সিন্দুকের খাজানা খুলে দিয়েছে৷ মোট ৭৪ হাজার কোটি টাকা বাংলার মানুষকে দেওয়ার ব্যবস্থা করেছে মোদী সরকার৷ কলকাতা-শিলিগুড়ি সড়ক পথের আপগ্রেডেশনের জন্য ২৫ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে৷ ফ্রড করিডরের কাজও শীঘ্র শুরু করা হবে৷     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 7 =