‘অবাক নই’, দীনেশের ইস্তফা প্রসঙ্গে রাজীব, বৈশালীর নিশানায় সেই ‘উইপোকারা’

‘অবাক নই’, দীনেশের ইস্তফা প্রসঙ্গে রাজীব, বৈশালীর নিশানায় সেই ‘উইপোকারা’

কলকাতা: এদিন আচমকাই রাজ্যসভা থেকেই ইস্তফা দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ দীনেশ ত্রিবেদী। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আলোড়ন পড়ে গিয়েছে গোটা রাজ্য রাজনীতিতে। ‘দম বন্ধ হয়ে যাচ্ছে’, এই মন্তব্য করে তিনি পদ থেকে ইস্তফা দেন। একইসঙ্গে বাংলার হিংসা নিয়ে মন্তব্য করেন। এই বিষয় নিয়ে মুখ খুলে ফের একবার তৃণমূল কংগ্রেসকে একহাত নিল বিজেপি নেতৃত্ব। 

দীনেশ ত্রিবেদীর ইস্তফা প্রসঙ্গে নব্য বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন,  “আমি একদমই অবাক নই এবং আমার দৃঢ় ধারণা শুধুমাত্র দীনেশ ত্রিবেদী নয়, আগামী দিনে আরো এইরকম দেখা যাবে, কিভাবে তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যাচ্ছেন বড় বড় মাপের মানুষরা। দীনেশ ত্রিবেদী অত্যন্ত স্বচ্ছ একজন মানুষ ছিলেন। কাজ করতে চেয়ে ছিলেন।” রাজীবের কথায়, দীর্ঘদিন ধরে তারাও বলছিলেন যে এই দলে নিজের মতো কাজ করা যায় না এবং সম্মান এবং যোগ্যতা মূল্যায়ন হয় না। কিভাবে মানুষের হয়ে আরও ভালো কাজ করা যায় তার পরামর্শ এবং সেই মতো কাজ করার পরিবেশ আর তৃণমূল কংগ্রেস দলে নেই। সেই কারণেই বিগত দিনে তারা নিজেরাও বেরিয়ে এসেছেন, এখনো অনেকে বেরিয়ে যাচ্ছেন। রাজীব আরো বলছেন, যার আত্মসম্মানবোধ আছে তিনি স্বাভাবিকভাবে এই দলে আর কাজ করতে পারবেন না। তাই এই সিদ্ধান্তে অবাক হওয়ার কিছু নেই। 

আরও পড়ুন: সংসদে দাঁড়িয়ে ইস্তফা দীনেশ ত্রিবেদীর, কী তাঁর রাজনৈতিক গুরুত্ব?

অন্যদিকে, সদ্য বিজেপিতে যোগ দেওয়া বৈশালী ডালমিয়াও এই ব্যাপারে মন্তব্য করে বলেছেন, এটা একেবারেই সত্যি যে তৃণমূল কংগ্রেস দলে যার যোগ্যতা আছে এবং যে মানুষের জন্য কাজ করতে চায় তাদের আটকানো হয় বারবার। এই কথা তুমি এর আগেও বলেছেন, আর এখন বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাচ্ছে। যারা আদতে মানুষের হয়ে কাজ করতে চান তাদের এই দলে কোনো জায়গা নেই। এদিকে দীনেশ ত্রিবেদী আজ ইস্তফা দেওয়ার সময় বাংলার হিংসা নিয়ে মন্তব্য করেছেন। এই প্রসঙ্গে বৈশালী বলেন, তাদের সকলের মনের কথা এক ভাবে মিলে যাচ্ছে। এই বিষয়টা সকলেরই জানা সেই কারণেই বিজেপি দলে এসে মানুষের জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − seven =