‘মমতার’ ভবানীপুরের প্রার্থীর জন্য বিজেপির নজরে ৭! তালিকা গেল দিল্লি

‘মমতার’ ভবানীপুরের প্রার্থীর জন্য বিজেপির নজরে ৭! তালিকা গেল দিল্লি

 

কলকাতা: বাংলার বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরেই এবার সকলের নজর সব রাজনৈতিক দলের প্রার্থী তালিকার দিকে। সূত্রের খবর আগামী বৃহস্পতিবার বা শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি, যদিও সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করা হবে না বলে সূত্রের খবর। ইতিমধ্যেই প্রার্থী তালিকা ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য দিল্লিতে তালিকার খসড়া পাঠানো হয়েছে। এবার জানা গেল, ৪ তারিখ দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের আগে প্রার্থী করার জন্য রাজ্যের ২২ জন পদাধিকারীর নাম এবং ১১ জন টলি তারকা নাম পাঠানো হয়েছে দিল্লিতে। 

আরও পড়ুন: ‘আমার ভুলের সাজা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন না’, প্রকাশ্য সভামঞ্চে ‘ক্ষমাপ্রার্থী’ অনুব্রত

এদিকে, শুধুমাত্র ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী করার জন্য সাতজনের নাম প্রস্তুত করে তাঁর তালিকা দিল্লিতে পাঠানো হয়েছে বলে বিজেপি সূত্রের খবর। অন্যদিকে, পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সহ বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনায় একাধিক অভিযোগ নিয়ে মুখ্য নির্বাচন আধিকারিকের দ্বারস্থ হয়েছে ভারতীয় জনতা পার্টি শিবির। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে বিজেপির যে প্রতিনিধিদলের সাক্ষাৎ করেছে তার নেতৃত্বে রয়েছেন সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়।

আরও পড়ুন: রূপকথার রোমাঞ্চ! IAS প্রেমিককে বিয়ে করতে ৫৬৫ কিমি পথ পাড়ি দিলেন এই IPS

কিছুদিন আগেই, দিল্লিতে ১৩০ টি বিধানসভার প্রার্থী তালিকা পৌঁছেছে বিজেপির তরফে।‌ অনেক কেন্দ্রে একাধিক প্রার্থীর নাম রয়েছে। এই প্রেক্ষিতে প্রথম পর্যায়ে ১৩০ বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা হবে, পরবর্তী ক্ষেত্রে ১৬৪ কেন্দ্রের প্রার্থী বাছাই হবে। যদিও বিরোধীদের কটাক্ষ, যোগ্য প্রার্থী খুঁজতেই বিজেপির সময় লেগে যাচ্ছে, তাই প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারছে না তারা। তবে তৃণমূল কংগ্রেসের মতো বিজেপির প্রার্থী তালিকা থেকে অনেক তারকার নাম থাকবে তা এখন থেকেই অনুমান করা যাচ্ছে। এদিকে জানা গিয়েছে, আগামিকাল এবং আগামী শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, কংগ্রেস এবং বামেজা কবে প্রার্থী তালিকা প্রকাশ করবে তা এখনও স্পষ্ট হয়নি। যদিও তাদের তরফে জানান হয়েছে যে, জোট দলগুলির আসন রফা একেবারে চূড়ান্ত হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 1 =