কলকাতা: সকালে বাড়িতে গ্যাস আসার পরে প্রায় অজ্ঞান হয়ে পড়ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মিমি চক্রবর্তী! গ্যাসের দামের বৃদ্ধি এমন জায়গায় পৌঁছেছে যে স্বাভাবিক ভাবেই আমজনতার এই হাল, এমন ব্যাখ্যা দিতে গিয়ে এদিন মিমি কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়েছেন। অন্যদিকে প্রশ্ন তুলেছেন, আত্মনির্ভর ভারত তাহলে কি এবার নিজে্র রক্ত বিক্রি করে তৈরি করতে হবে! রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে ব্যাপক ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের এই সাংসদ।
আরও পড়ুন: BREAKING: অবশেষে কাটল সংযুক্ত মোর্চার আসন জট! কংগ্রেস-ISF সমঝোতা
এদিন মিমি টুইট করে লিখেছেন, “আজ সকালে আমাদের বাড়িতে রান্নার গ্যাস দিতে এসেছিল। আমি প্রায় অজ্ঞান। কেয়া হুয়া তেরা ভাদা? আত্মনির্ভর ক্যা এইসে বানেগা ইন্ডিয়া খুন বেচকে আপনা!” এখানে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির কথাই যে তিনি মনে করাতে চেয়েছেন তা স্পষ্ট। একইসঙ্গে প্রধানমন্ত্রী তথা বিজেপি সরকার যেভাবে আত্মনির্ভর ভারত গড়ার কথা বলছে, সেটা নিয়েও এদিন চরম কটাক্ষ করেছেন তিনি।
Today morning LPG came to my door nd i collapsed 😡😡.
Kya hua tera vada ??? Aatmanirbhar kya aaisa benaga india khoon bechke apna😡— Mimssi (@mimichakraborty) March 2, 2021
উল্লেখ্য, আজ ফের ২৫ টাকা বেড়ে গিয়েছে কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম। গত চার দফায় ২২৫ টাকা বেড়ে শহরে এখন ভর্তুকিহীন গ্যাসের দাম হয়েছে ৮৪৫.৫০ টাকা! সব মিলিয়ে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। একইসঙ্গে লাগামছাড়া হারে বাড়ছে পেট্রোল এবং ডিজেলের দাম। সম্প্রতি এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। এমনকি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ব্যাটারি চালিত স্কুটি করে নবান্নে গিয়ে প্রতিবাদ দেখিয়েছিলেন তিনি। পরবর্তী ক্ষেত্রে পেট্রোল এবং ডিজেলের প্রতি লিটারে এক টাকা করে কমিয়েছে রাজ্য সরকার। যদিও এই বিষয় নিয়েও বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস সরকারকে। তাদের মত, রাজ্য সরকার চাইলেই আরো অনেক টাকা কমাতে পারে লিটার প্রতি পেট্রোপণ্যে। যদিও কর প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করছে সকলে। কারণ পেট্রোপণ্যে সবথেকে বেশি কর নেয় কেন্দ্রীয় সরকার।