গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২৫! ভোটের আবহে রাজ্যের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২৫! ভোটের আবহে রাজ্যের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী

 

কলকাতা:  আর কয়েকদিনের মধ্যেই বাংলায় ভোট। তার আগে জোরকদমে চলছে রাজনৈতিক দলগুলির প্রচার। তবে হালে নয়, বিগত কয়েক মাম ধরেই রাজনৈতিক দলের প্রচারে দেখা যাচ্ছে প্রচুর মানুষকে। সকলে যেন ভুলেই গিয়েছে করোনার ব্যাপারে। এই পরিস্থিতিতে আবার মাথাচাড়া দিয়ে উঠল রাজ্যের করোনা গ্রাফ। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় ভাইরাস আক্রান্ত হয়েছেন ২০০-র বেশি মানুষ! মৃত্যু হয়েছে ২ জনের। 

আরও পড়ুন- EPF সুদের হারে বড়সড় পতন! মাথায় হাত সাড়ে ৬ কোটি গ্রাহকের

স্বাস্থ্যদপ্তরের বুধবার সন্ধের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ২২৫ জন। ফলে এদিন এ রাজ্যের মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৭৫ হাজার ৭১২ জন। যদিও তাঁদের মধ্যে অধিকাংশ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। স্বাস্থ্যদপ্তর আরও জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে সেই কলকাতায়। একদিনে মহানগরে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৭৩ জন। দৈনিক সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। একদিনে এই জেলায় আক্রান্ত হয়েছেন ৫৭ জন। যদিও, আক্রান্তের ঘটনার মধ্যেও স্বস্তি বাড়াচ্ছে এই রাজ্যের সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনামুক্ত হয়েছেন ২৩১ জন। ফলে বাংলায় মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৬২ হাজার ১৯৫ জন। 

আরও পড়ুন- ‘কামব্যাক’ ঘোষণার পরেই রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত! আলোচনায় শশীকলা

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪০৭ জন। মৃত্যু হয়েছে ৮৯ জনের। ফলে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ১১ লক্ষ ৩৯ হাজার ৫১৬ জন। বৃহস্পতিবার পর্যন্ত করোনজয়ী হয়েছেন ১ কোটি ৮ লক্ষ ২৬ হাজার ৭৫ জন। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩১ জন। দৈনিক সংক্রমিতের চেয়ে বেশকিছুটা কম দৈনিক করোনাজয়ীর সংখ্যা। টিকাকরণ কর্মসূচি শুরু হলেও সাধারণ মানুষের মধ্যে থেকে করোনা আতঙ্ক যাচ্ছে না বললেই চলে। কিন্তু ভোটের আবহে মানুষ যে অনেক অসচেতন তাও বিরাট সত্যি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =