আমানতকারীদের টাকা ফেরত! শুরু বেআইনি অর্থলগ্নি সংস্থার সম্পত্তির নিলাম প্রক্রিয়া

আমানতকারীদের টাকা ফেরত! শুরু বেআইনি অর্থলগ্নি সংস্থার সম্পত্তির নিলাম প্রক্রিয়া

কলকাতা: ভোটের উত্তাপে শুরু হল বেআইনি অর্থলগ্নি সংস্থা ‘ভিবজিওর’ সংস্থার সম্পত্তি নিলাম করার প্রথম প্রক্রিয়া l কয়েক বছর আগে এই সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে রাজ্যের বেআইনি অর্থলগ্নি সংস্থা গুলির সম্পত্তি নিলাম করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চl

বেআইনি অর্থলগ্নি সংস্থা গুলির সম্পত্তি নিলামের উদ্দেশ্যে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এস সি তালুকদারের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর বিশেষ বেঞ্চl সেই কমিটির উদ্যোগে সপ্তাহের প্রথন দিন সোমবার কলকাতার ৮৭ নম্বর সুরেশ সরকার রোডে ‘ভিবজিওর’ নামক এই অর্থলগ্নি সংস্থার বেশ কিছু সম্পত্তি নিলামের প্রক্রিয়া শুরু হয়l কলকাতাসহ রাজ্যে মোট ১২৬ টি জায়গায় প্রায়ই ৩২৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে এই বেআইনী অর্থলগ্নি সংস্থারl শুধু কলকাতাতেই বেনিয়াপুকুর, এন্টালী এবং পার্কস্ট্রিট থানার অন্তর্গত তিনটি জায়গায় সম্পত্তি রয়েছে এই সংস্থারl সূত্রের খবর পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তর প্রদেশ এবং ঝাড়খণ্ডের মত ভিন্ন রাজ্যেও এই চিটফান্ড সংস্থার বেশ কিছু সম্পত্তি রয়েছেl চিটফান্ড কাণ্ডের তদন্তে নেমে এই সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা l অবশেষে সোমবার এই বাজেয়াপ্ত করা এই বেআইনী সম্পত্তি গুলি নিলাম করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হলো বিচারপতি এস সি তালুকদারের নেতৃত্বাধীন কমিটির উদ্যোগেl 

আরও পড়ুন:  চাই না কেউ চোট পাক, কিন্তু স্কুটি যদি নন্দীগ্রামে…! মমতাকে কটাক্ষ মোদীর

কলকাতা হাইকোর্ট দ্বারা গঠিত এই কমিটি এবং সিবিআই, ইডি, সেবির পদস্থ কর্তাদের উপস্থিতিতেই শুরু হয় এই প্রক্রিয়া l উপস্থিত ছিলেন আমানতকারীদের পক্ষের আইনজীবী অরিন্দম দাসওl প্রাক্তন বিচারপতি এস সি তালুকদারের নেতৃত্বাধীন এই কমিটির আওতায় মোট ৫১ টি বেআইনি অর্থলগ্নি সংস্থার নিলামের দায়িত্ব রয়েছেl সোমবার আমানতকারীদের পক্ষের আইনজীবী অরিন্দম দাস বলেন, “আপাতত কলকাতার সম্পত্তিগুলো নিলাম করার প্রথম প্রক্রিয়া শুরু হয়েছে, আস্তে আস্তে রাজ্যের যে সমস্ত জায়গায় এই বেআইনী অর্থলগ্নি সংস্থার সম্পত্তি চিহ্নিত করা গিয়েছে সেগুলিও নিলাম করা হবে” l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 14 =