আব্বাসদের ‘অস্ত্র’ খাম! প্রতীকের মত প্রার্থী চূড়ান্ত হবে শীঘ্র

আব্বাসদের ‘অস্ত্র’ খাম! প্রতীকের মত প্রার্থী চূড়ান্ত হবে শীঘ্র

কলকাতা: জোট নিয়ে কম টানাপোড়েন কিছু হয়নি। আসন রফা নিয়ে একাধিকবার বৈঠক হলেও সিদ্ধান্ত চূড়ান্ত হতে সময় লেগেছে বেশ অনেকটা। তবে আপাতত সমস্ত জটিলতা কাটিয়ে উঠে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। আগামীকাল প্রথম দফার ভোটের মনোনয়ন। তার আগে দলের প্রতীক চিহ্ন পেল আব্বাস সিদ্দিকীরা। খাম হল তাদের দলের প্রতীক। জানা গিয়েছে খুব শীঘ্রই তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে।

ইতিমধ্যেই সংযুক্ত মোর্চা প্রথম দুটি দফার নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেখানে দেখা গিয়েছে চারটি আসনে লড়াই করতে চলেছে আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কিন্তু এই চারটি আসনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি তারা। অন্যদিকে শোনা গিয়েছিল যে নন্দীগ্রাম কেন্দ্রের প্রার্থী হতে পারে আইএসএফ’এর তরফে। কিন্তু সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করার সময় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছিলেন, নন্দীগ্রাম হাইভোল্টেজ কেন্দ্র তাই আপাতত সেই কেন্দ্র নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি জানান, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্মের পরই তাঁরা বামেদের সঙ্গে যোগাযোগ করেছিল৷ কিন্তু সেই সময় তাঁদের মধ্যে আসন নিয়ে আলোচনা হয়নি৷ পরে কংগ্রেসের সঙ্গে আইএসএফ-এর আসন ভাগাভাগি নিয়েও ঠাণ্ডা লড়াই চলে৷ আইএসএফ জোটে থাকবে কিনা, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছিল৷ তবে আপাতত সব তিক্ততা কাটিয়ে জোট বেঁধেই একুশের ভোট লড়তে চলেছেন তাঁরা৷ 

আরও পড়ুন-  প্রাক্তন আমলা থেকে বিজেপি নেতার স্ত্রী! তৃণমূলে অনেক নতুন প্রার্থী

প্রথম দুই দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হলেও বেশ কয়েকটি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেনি সংযুক্ত মোর্চা। তাদের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য নন্দীগ্রাম। এছাড়াও রয়েছে এগ্রা, পিংলা, দাসপুর। এছাড়া বেশ কয়েকটি জায়গায় কারা লড়বে সেটা ঘোষণা হলেও ,প্রার্থী কে হবেন তা ঘোষণা করা হয়নি। যেমন ভগবানপুরে কংগ্রেস লড়বে কিন্তু প্রার্থী ঠিক হয়নি, একই রকমভাবে বলরামপুর এবং বাগমুন্ডিতে লড়বে কংগ্রেস, তবে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি। এদিকে পুরুলিয়ায় লড়বে কংগ্রেস, রাইপুরে আইএসএফ, এই দুটি জায়গাতেও প্রার্থী ঘোষণা হয়নি। রঘুনাথপুর এবং শালতোড়া কেন্দ্রে আইএসএফ লড়লেও প্রার্থী ঘোষণা হয়নি। কংগ্রেস লড়বে পাথরপ্রতিমা এবং কাকদ্বীপে, তবে প্রার্থী ঘোষণা এখানেও বাকি রয়েছে। ‌একইরকমভাবে বিষ্ণুপুর এবং কোতুলপুরে লড়লেও প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =