রাজ্যে ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে, বুথের ১০০ মিটার পর থাকবে রাজ্য পুলিশ

রাজ্যে ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে, বুথের ১০০ মিটার পর থাকবে রাজ্য পুলিশ

কলকাতা:  বিজেপি’র তরফে বারবার দাবি করা হয়েছিল৷ সেই মতোই এবার বাংলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে চলেছে নির্বাচন কমিশন৷ বুথের নজরদারির দায়িত্ব থাকবে শুধুই কেন্দ্রীয় বাহিনীর উপর৷ বুথের ১০০ মিটারের পর থাকবে রাজ্য পুলিশ৷ এমনই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন৷ এছাড়াও মাওবাদী অধ্যুষিত এলাকায় বুথে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন-  ‘দূষিত পানীয় জল’ খেয়ে কলকাতায় দু’জনের মৃত্যু ঘিরে আতঙ্ক, তদন্তের নির্দেশ ফিরহাদের

বিজেপি’র তরফে বারবার দাবি করা হয়েছিল, এইবার ভোট হবে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে৷ সেই মতোই এই নির্দেশ দেওয়া হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ জানা গিয়েছে, বুথের ভিতরে শুধু নয়, বুথ থেকে ১০০ মিটারের মধ্যে রাজ্য পুলিশের কোনও অস্তিত্ব থাকবে না৷ সম্পূর্ণটাই কেন্দ্রীয় বাহিনীর দখলে থাকবে৷ একমাত্র কুইক রেসপন্স টিমে কেন্দ্রীয় বাহিনীর সদস্যের পাশাপাশি থাকবে রাজ্যের সশস্ত্র পুলিশ৷ এই টিমে থাকবে আটজন কেন্দ্রীয় বাহিনীর সদস্য ও রাজ্য পুলিশের আটজন সশস্ত্র সদস্য৷ কিন্তু জঙ্গলমহলে এলাকার সেক্টর অফিস সম্পূর্ণভাবে কেন্দ্রীয় বাহিনীর দখলে থাকবে৷ কেন্দ্রীয় বাহিনী প্রথম থেকেই সেখানে মোতায়েন থাকবে৷ সেখানে রাজ্য পুলিশ থাকতে পারবে না৷ নির্বাচন কমিশন সূত্রে এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে৷ ফলে এবারের বিধানসভা ভোটে বুথের ভিতরে এবং বুথের ১০০ মিটারের মধ্যে রাজ্য পুলিশ থাকবে না৷  

এ প্রসঙ্গে সৌগত রায় বলেন, ‘‘নির্বাচন কমিশন যে ভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে, সেই ভাবে কাজ করবে৷ তবে একটা জিনিস মনে রাখা দরকার, কেন্দ্রীয় বাহিনী কিন্তু নিজে থেকে যোগ করতে পারে না, যদি না রাজ্যের কোনও পুলিশ অফিসার থাকে৷ সেই নিয়ম মানা হচ্ছে কিনা, তা দেখতে হবে৷ নির্বাচন কমিশনও নিয়মের ঊর্ধ্বে নয়৷ কমিশন নিয়মভঙ্গ করলে আমরা আপত্তি জানাব৷’’ 

আরও পড়ুন- ভোটের আগেই গ্রেফতার হতে পারেন একাধিক তৃণমূল নেতা! ফের উত্তপ্ত নন্দীগ্রাম

অন্যদিকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘‘কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত পশ্চিমবঙ্গের আবালবৃদ্ধবনিতা চায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক৷ সেই কথাই আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম৷ রাজ্য পুলিশের উপর মানুষের কোনও আস্থা নেই৷ এখানে প্রশাসন ও দলের মধ্যে কোনও পার্থক্য নেই৷ নির্বাচন কমিশন এই নির্দেশ দিয়ে থাকলে বাংলার মানুষের কাছে আনন্দের কিছু থাকতে পারে না৷’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =