বাড়ি বসেই মিলবে সব প্রকল্পের সুবিধা, দোড়গোড়ায় রেশন, আশ্বাস মমতার

বাড়ি বসেই মিলবে সব প্রকল্পের সুবিধা, দোড়গোড়ায় রেশন, আশ্বাস মমতার

cc865e36a7f829aa8f286304659f3492

ঝাড়গ্রাম:  ভোটের আগে মানুষের ঘরে ঘরে সরকারি প্রকল্পকে পৌঁছে যেতে দুয়ারে সরকার কর্মসূচির সূচনা করেছিল তৃণমূল সরকার৷ সরকারের এই প্রকল্প নিয়ে কম কটাক্ষ হয়নি৷ কিন্তু কোনও কিছুতেই দমানো যায়নি তৃণমূল সুপ্রিমোকে৷ এবার তাঁর নয়া উদ্যোগ দুয়ারে রেশন৷ ক্ষমতায় ফিরলে মানুষের ঘরে পৌঁছে দেওয়া হবে রেশন সামগ্রী৷ এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷ সেই সঙ্গে সরকারের প্রতিটা প্রকল্পের সুবিধা মানুষ পাবে ঘরে বসে৷ এদিন এই বিষয়টি আরও একবার তুলে ধরলেন মমতা বন্দ্যোরাধ্যায়৷ 

আরও পড়ুন- আগে সিপিএম মারত, এখন বিজেপি মারে! মন্তব্য মুখ্যমন্ত্রীর

তিনি বলেন, যে কোনও বয়সের, যে কোনও ধর্মের বিধবারা বিধবা ভাতা পাবেন৷ এর জন্য লাইন দেওয়ার প্রয়োজন নেই৷ সব সুবিধা মিলবে দুয়ারে সরকার ক্যাম্পেই৷ বছরে চার মাস এই ক্যাম্প হবে৷ প্রতি বছর অগাস্ট-সেপ্টেম্বর এবং ডিসেম্বর-জানুয়ারি মাসে হবে দুয়ারে সরকার৷ নাম লেখালেই বিধবা ভাতা, কৃষক ভাতা, কন্যাশ্রী, তফশিলি বন্ধু থেকে জয় জহর সব সুবিধা পাওয়া যাবে৷ মমতা আরও বলেন, আগে জঙ্গলমহলে আদিবাসীদের ২ টাকা কিলো দরে চাল দিতাম৷ তার পর সারা বাংলাকে দিয়েছি৷ আর এখন সকলকে বিনা পয়সায় রেশন দেওয়া হয়৷ আর আগামী দিনে রেশন দোকানে যাওয়ার দরকার নেই৷ আপনার রেশন পৌঁছে যাবে আপনার বাড়ির দোড়গোড়ায়৷ চালু হবে ‘দুয়ারে রেশন’৷ আপনার বাড়িতে পৌঁছে যাবে বিনা পয়সার রেশন৷ 

আরও পড়ুন- রিগিং করে ভোটে জেতা বিজেপি’কে এবার শূন্য করে দিন, হুঙ্কার মমতার

এছাড়াও তিনি বলেন, প্রতি বছর স্বাস্থ্যসাথী কার্ডে  পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিমা পাবে রাজ্যের মানুষ৷ তিন বছর অন্তর অন্তর কার্ড রিন্যু করা হবে৷ এই কার্ডে অভিভাবক হবেন বাড়ির মহিলারা৷ প্রয়োজনে মহিলারা নিজের বাবা-মায়ের চিকিৎসাও করাতে পারবেন৷ বেসরকারি হোক বা ভেলোর সব জায়গায় এই কার্ড কাজ করবে৷ বিনা পয়সায় খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য দেবে তৃণমূল সরকার৷ চতুর্থ শ্রেণি পর্যন্ত সকল স্কুল পড়ুয়াকে জামা, জুতো, ব্যাগ দেয় সরকার৷ দেওয়া হয় মিড ডে মিল৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *