রিগিং করে ভোটে জেতা বিজেপি’কে এবার শূন্য করে দিন, হুঙ্কার মমতার

রিগিং করে ভোটে জেতা বিজেপি’কে এবার শূন্য করে দিন, হুঙ্কার মমতার

ঝাড়গ্রাম:  হুইল চেয়ারে বসেই আজ ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে ভোট প্রচার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ লোকসভা ভোটে পরাজয়ের বদলা নিয়ে ভাঙা পায়েই ময়দানে নামলেন তৃণমূল সুপ্রিমো৷ 

আরও পড়ুন-  ঝাড়গ্রামে এত উন্নয়ন, তাই তো এখন এটা জঙ্গলসুন্দরী! দাবি মমতার

এদিনের সভায় মমতা বলেন, জঙ্গলমহলে যখন রক্ত ঝরত, তখন এখানে ভয়ে কেউ আসত না৷ কিন্তু আমি সেই সময়েও এখানে আসতাম৷ চিকিৎসকরা আমাকে বাইরে বেরতে বারন করেছিল৷ কিন্তু আমি না বেরলে বিজেপি’র দাঙ্গবাজরা সারা বাংলা দখল করে নেবে৷ তাই বেড়িয়েছি৷ তিনি বলেন, তৃণমূল সরকার এই ঝাড়গ্রাম জেলা করেছে৷ এখানে মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ, স্টেডিয়াম সবটাই করে দেওয়া হয়েছে৷ আগে এখানে একটা রাস্তাও ছিল না৷ ছিল শুধু ভয়৷ কিন্তু গত ৮-৯ বছরে এখানে একটা মানুষও খুন হননি৷  

গত লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম আসনে  হেরেছিল তৃণমূল৷ এদিন মমতা বলেন,  বিজেপি মিথ্যে কথা বলে, কুৎসা রটিয়ে, মানুষের ভোট কেড়ে, টাকা ছড়িয়ে ভোটে জিতেছিল৷ গোয়ালতোড়ে দুটো বুথ রিগিং করা হয়েছিল৷ আমাকে ভালোবাসলে এবার একটা বুথেও রিগিং করতে দেবেন না৷ বিজেপি কিছু জানে না৷ ঝাড়গ্রাম চেনে না৷ লোকসভা ভোটে জিতে ২ বছরে কোনও কাজ করেনি৷ সবটাই শূন্য৷ এবার ওদের শূন্য করে দিন৷ তাঁর কথায়, ৫০০ টাকা, ৫০০০ টাকা দিয়ে মিছিলে ডাকছে বিজেপি৷ পদ্মফুলে ভোট দিতে বলছে৷ এই টাকা আপনাদের টাকা৷ চাই টাকা নিয়ে নিন আর ভোট দিন জোড়া ফুলে৷   

আরও পড়ুন- তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার সম্পত্তির পরিমাণ কত জানেন? পড়ুন বিস্তারিত

তোপ দেদে মমতা বলেন, সবচেয়ে বড় ভ্রষ্ট্রাচারি দল হল বিজেপি৷ দুর্নীতিবাজ, দাঙ্গাহাজ পার্টি৷ কোভিডের সময় একটা টাকাও দেয়নি৷ আমি বলছিলাম বিনা পয়সায় টিকা দেব৷ টাকা দেবে রাজ্য সরকার৷ কিন্তু নরেন্দ্র মোদী আমাদের ভ্যাকসিন দিচ্ছেন না৷ বিহারে ভোটের আগে বলা হয়েছিল বিনা পয়সায় কোভিড টিকা দেওয়া হবে৷ কিন্তু আজ পর্যন্ত বিহারের মানুষ সেই টিকা পায়নি৷ নির্বাচন আসলেই এরা মিথ্যে কথা বলে৷ বাংলাতেও মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 5 =