দুপুরে গেছিল তৃণমূল, এবার মমতার বিরোধিতায় বিকেলে কমিশনে বিজেপিও

দুপুরে গেছিল তৃণমূল, এবার মমতার বিরোধিতায় বিকেলে কমিশনে বিজেপিও

কলকাতা: অভিযোগ-পাল্টা অভিযোগের শেষ নেই। ভোট যত এগিয়ে আসছে, তত বেশি উত্তাপ বাড়ছে বঙ্গে। এদিকে বিজেপি এবং তৃণমূল একে অপরের প্রতি অভিযোগের তালিকাও লম্বা করছে। গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে তৃণমূলের দুই সদস্যের একটি প্রতিনিধিদল অভিযোগ জানায়, বাংলার সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে মানুষের আস্থা ও বিশ্বাসের উপরে জোর আঘাত এনে তাদের ভয় দেখিয়ে নির্বাচন করাতে চাইছে বিজেপি। এদিকে আজ দুপুরে ফের নির্বাচন কমিশনে যায় তারা। ভোট বুথের ১০০ মিটারে শুধু কেন্দ্রীয় বাহিনী কেন থাকবে সেই নিয়ে প্রশ্ন তোলা হয়। এবার বিকেলেই কমিশনে গেল বিজেপির প্রতিনিধি দল। তাদের মধ্যে ছিলেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। 

বিজেপির তরফ থেকে জানান হয়েছে, বাংলায় দলীয় কর্মীদের ওপর লাগাতার হামলা হচ্ছে এবং পরপর জনসভা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে আক্রমণ করে তাকে ছোট করছেন। মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন সেটিও উল্লেখ করা হয়। দেবশ্রী দাবি করেন, একজন মুখ্যমন্ত্রীর থেকে এই ধরনের মন্তব্য কাম্য নয়, এই ধরনের মন্তব্য গনতান্ত্রিক সংস্থার ওপর আঘাত। এতে নির্বাচন কমিশনের ওপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে। এই প্রেক্ষিতেই আগামী বিধানসভা নির্বাচন যাতে সুষ্ঠু এবং স্বাভাবিক করা যায়, তার আবেদন করা হয়েছে বিজেপির তরফে। একইসঙ্গে দাবি করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন যে তাঁকে মেরে ফেলার চেষ্টা করেছে বিজেপি, সেটাও ভিত্তিহীন। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে, নন্দীগ্রামের ঘটনা দুর্ঘটনা ছিল। তারপরেও লাগাতার ভিত্তিহীন দাবি করা হচ্ছে।

 

আরও পড়ুন- ভোট উত্তাপে ফুটছে বাংলা! কার দখলে কটি আসন? জানিয়ে দিল সি ভোটার সমীক্ষা

প্রসঙ্গত, মমতা অমিত শাহকে নিয়ে নির্বাচন কমিশন প্রসঙ্গে মন্তব্য করেছিলেন, নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? নির্বাচন কমিশন তিনি চালাচ্ছেন না তো? বাঁকুড়া শালতোড়া জনসভা করে এমনই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে বলতে চান, নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করছে বিজেপি সরকার। এই জিনিস কখনই মানা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =