কোভিডের নামে টাকা, নরেন্দ্র মোদী করবে ফাঁকা: মমতা

কোভিডের নামে টাকা, নরেন্দ্র মোদী করবে ফাঁকা: মমতা

পাঁশকুড়া: হলদিয়ার পরে এদিন পাঁশকুড়ায় জনসভা করে ফের একবার নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বারংবার ধরে বলে আসছে যে তৃণমূল কংগ্রেস টাকা তো বটেই, এমনকি চাল এবং করোনাভাইরাস ভ্যাকসিন পর্যন্ত চুরি করেছে। এদিন মমতা দাবি করেন, করোনাভাইরাসের নামে টাকা চুরি করেছে বিজেপিও! মমতার বক্তব্য, ‘কোভিডের নামে টাকা, নরেন্দ্র মোদী করবে ফাঁকা’! পাশাপাশি তিনি এও জানান, বিজেপির নেতারা ডাকাতের মধ্যমনি। পিএম কেয়ার ফান্ডের টাকা গায়েব হয়ে গেছে এমনিতেই। এদিকে গোটা দেশে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এসেছে তারা।

এদিন মমতা বলেন, রাজ্যের প্রতিটি মানুষকে বিনামূল্যে করোনাভাইরাস ভ্যাকসিন দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে আবেদন করেছিলেন তিনি। কিন্তু নরেন্দ্র মোদীর সরকার তাদের আবেদনে পাত্তা দেননি। রাজ্যে ভাইরাসের টিকা পাঠাননি। এদিকে এর আগে একাধিকবার বিভিন্ন ইস্যুতে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি বলেও দাবি করেন মমতা। সেই প্রেক্ষিতে আসন্ন বিধানসভা নির্বাচনে যাতে মানুষ বিজেপিকে ভোট না দেয় সেই বার্তা দিয়েছেন তিনি। মমতার মূল অভিযোগ, জনগনের টাকা চুরি করে বিজেপি ভোটের সময় মানুষকে ভয় দেখাচ্ছে। মানুষের টাকা মানুষকে দিয়েই বিজেপিকে ভোট দিতে বলছে তারা। কিন্তু সাধারণ মানুষ যেন তাদের প্ররোচনায় না পা দেন, এই বার্তা দিয়েছেন। পাশাপাশি তিনি আরো বলেছেন, এলআইসি থেকে শুরু করে বিএসএনএল, ব্যাংক থেকে শুরু করে রেল, সব বিক্রি করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এরপরে বাংলায় যদি ওরা ক্ষমতায় আসে তাহলে এখানকার সব সম্পত্তি বিক্রি করে দেবে। মমতার কটাক্ষ, দেশটাকেও কোন দিন বিক্রি করে দেবে বিজেপি।

আরও পড়ুন-  ‘মেদিনীপুরের কিছু গদ্দার, মীরাজাফরদের পুষেছিলাম’, নাম না করে ফের আক্রমণ মমতার

একইসঙ্গে এদিন জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি দিয়ে বলেন, তৃণমূল সরকার ক্ষমতায় থাকলে দরজায় দরজায় পরিষেবা পৌঁছে যাবে। মহিলাদের ভাতা থেকে শুরু করে কৃষক এবং ক্ষেতমজুররা ভাতা পাবেন। একইসঙ্গে পড়ুয়ারা পাবে ব্যাংক লোন। তিনি এও জানিয়ে দেন, ১০০ দিনের কাজে বাংলা ১ নম্বর এবং দারিদ্র্য তৃণমূল কংগ্রেস আমলে ৪০ শতাংশ কমে গিয়েছে। এছাড়াও বাংলায় একাধিক প্রকল্প চলছে তাতে গোটা বাংলার মানুষ উপকৃত হচ্ছেন। বিজেপি এলে সব প্রকল্প বন্ধ করে দেবে বলে সতর্ক করার চেষ্টা করেছেন তিনি। ফাইল ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =