‘মেদিনীপুরের কিছু গদ্দার, মীরাজাফরদের পুষেছিলাম’, নাম না করে ফের আক্রমণ মমতার

‘মেদিনীপুরের কিছু গদ্দার, মীরাজাফরদের পুষেছিলাম’, নাম না করে ফের আক্রমণ মমতার

হলদিয়া:  মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে ফের নাম না করেন শুভেন্দু তথা অধিকারী পরিবারকে বিঁধলেন মমতা বন্দ্যেপাধ্যায়৷ তেমনই তাঁর মুখে শোনা গেল পাঁশকুড়ায় তৃণমূল নেতা খুনে অভিযুক্ত আনিসুর রহমানের নাম৷ করলেন তাঁর প্রশংসা৷ পাশাপাশি একগুচ্ছ প্রতিশ্রুতি শোনালেন বিদায়ী মুখ্যমন্ত্রী৷ দিলেন চাকরির প্রতিশ্রুতি৷ 

আরও পড়ুন-  দিদির দল নির্মমতার পাঠশালা! বাংলায় ভাইপো উইন্ডো চলছে, কটাক্ষ মোদীর

এদিন হলদিয়ার সভা থেকে তিনি বলেন, তাজপুরে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে৷ এই বন্দর হয়ে গেলে ২৫ হাজার ছেলেমেয়ের চাকরি হবে৷ আশেপাশের সমস্ত বন্দর এর সঙ্গে যুক্ত হবে৷ হলদিয়ায় ‘কেবল ল্যান্ডিং সেন্টার’ তৈরি করা হচ্ছে৷ সেখানে আরও ২৫ হাজার ছেলেমেয়ের চাকরি পাবে৷ মৎস্যজীবীদের জন্য ‘মৎস্যজীবী অকশন সেন্টার’ গড়ে তোলা হচ্ছে৷ সেখান থেকে চিন-জাপানে মাছ পাঠানো সম্ভব হবে৷ মৎস্যজীবীদের জন্য ১ কোটি ৩০ লক্ষ টাকা সাহায্য করা হয়েছে বলেও তিনি জানান৷ মুখ্যমন্ত্রী বলেন, মৎস্যজীবীদের পরিচয়পত্র তৈরি করে দেওয়া থেকে বাড়ি তৈরি, সবকিছু করা হয়েছে৷   

এর পরেই তোপ দেগে তিনি বলেন, একদিকে রয়েছে বিজেপি’র মতো দল৷ আর অন্যদিকে রয়েছে মেদিনীপুরের কিছু গদ্দার, মীরাজাফর৷ যাঁদের আমি এতদিন পুষেছিলাম৷ যাঁদের জন্য মিলন মণ্ডলকে ২ বছর জেলে থাকতে হয়েছে৷ আনিসুরকে জেলে ভরে দিয়েছে৷ এই আনিসুরের বাইকে করেই আমি নন্দীগ্রামে পৌঁছেছিলাম৷ সেই সময় সিপিএমের হার্মাদরা আমাকে নন্দীগ্রমে পৌঁছতে দিচ্ছিল না৷ যাঁকে পছন্দ হতো না তাঁকেই জেলে ভরে দিত৷ সিপিএমের হার্মাদরা নন্দীগ্রামের কত লাশ এই হলদি নদীতে ভাসিয়ে দিয়েছিল৷ অনেকেই জানে না তাঁদের পরিবারকে কিছু দিন আগেই ৪ লক্ষ করে টাকা দেওয়া হয়েছে৷

আরও পড়ুন- ফের টলিউড যোগ রাজনীতিতে, তৃণমূলে এলেন নীল-তৃণা

 
মমতার প্রতিশ্রুতি, কৃষকবন্ধুরা এবার থেকে ৬ হাজারের বদলে ১০ হাজার টাকা করে পাবেন৷ এখন বিনা পয়সায় রেশন পাচ্ছেন, দু’মাস পর থেকে ক্ষমতায় ফিরলে রেশন দোকানে যেতে হবে না, বাড়ি বাড়ি রৌঁছে যাবে রেশন৷ তিনি আরও জানান, মা-বোনেদের সাহায্য করার জন্য আগামী মে মাস থেকে সামাজিক সুরক্ষা প্রকল্পে প্রত্যেককে ৫০০ টাকা করে দেওয়া হবে৷ তফশিলি জাতি-উপজাতির মহিলারা ১০০০ টাকা করে পাবেন৷ ১৮ বছরের থেকে সকল বিধবাকে ১০০০ টাকা করে পেনশন দেওয়া হবে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − six =