ISF কর্মীর উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পুড়িয়ে ছাই করা হল বাড়ি

ISF কর্মীর উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পুড়িয়ে ছাই করা হল বাড়ি

কলকাতা: ভোটের আগে ক্রমশ তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি৷ এবার ভাঙড়ে আব্বাস সিদ্দিকির এক অনুগামীর বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে গোদরা এলাকায়৷ অভিযোগ, গতকাল গভীর রাতে আইএসএফ কর্মী অজিত মোল্লার বাড়িতে আগুন লাগিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ গোটা বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে৷ তবে অজিত মোল্লা ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ির বাইরে বেরিয়ে আসায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তাঁরা৷ 

আরও পড়ুন-  ‘দিদি আপনি কোন দলের প্রার্থী?’ বিজেপি নেত্রীর জবাব, ‘তৃণমূল’! ভাইরাল ভিডিও

গতকাল ভাঙড়ের বিজয়গঞ্জ এলাকায় সংযুক্ত মোর্চার সভায় উপস্থিত ছিলেন বিমান বসু ও আব্বাস সিদ্দিকি৷ ওই সভায় যোগ দেওয়ার ‘অপরাধে’ অজিত মোল্লার উপর হামলা করা হয়েছে বলে আইএসএফ নেতৃত্বের দাবি৷ যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷ অন্যদিকে আইএসএফ-এর অভিযোগ, ক্যানিং বিধানসভা কেন্দ্রের অধীনে অবস্থিত তাঁদের এক কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে৷ তৃণমূলের চার নেতা এখানে অত্যাধিক জুলুম চালাচ্ছে৷ এর আগেও আইএসএফ কর্মীদের বাড়িতে হামলা চালানো হয়েছে৷ এবার গরীর অসহায় একটা মানুষের টালির চালের ঘর পুড়িয়ে ছাই করে দেওয়া হল৷ 

আরও পড়ুন- ‘উরি উরি বাবা, বিজেমূল’, ফের ভাইরাল বামেদের প্যারোডি (ভিডিও)

প্রসঙ্গত, একুশের নির্বাচনে সিপিএম ও কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়ছে আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)৷ প্রথমে আসন রফা নিয়ে কংগ্রেসের সঙ্গে মতবিরোধ তৈরি হলেও পড়ে সমঝোতায় পৌঁছয় দুই দল৷ এরই মধ্যে আইএসএফ বিরুদ্ধে দলীয় প্রতীক ধার করার অভিযোগ উঠেছে৷ তাদের পতাকায় থাকা খাম টিহ্নটি বিহারের রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির৷ নির্বাচন মিশনের কাছে তাদের নামেই এই চিহ্ন নথিভুক্ত রয়েছে৷ ফলে আইএসএফ প্রার্থীদের রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির নামেই নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র জমা দিতে হচ্ছে৷ আসলে রাজনৈতিক দল হিসেবে এখনও নির্বাচন কমিশনের স্বীকৃতি পায়নি আব্বাস সিদ্দিকির আইএসএফ৷ তাই বাধ্য হয়েই অন্য দলের প্রতীক ধার করে ভোটে লড়তে হচ্ছে তাদের৷ 
   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 8 =