‘উরি উরি বাবা, বিজেমূল’, ফের ভাইরাল বামেদের প্যারোডি (ভিডিও)

ভোট প্রচারে এবার ঊষা উত্থুপের গানকে হাতিয়ার করল লাল শিবির

কলকাতা: কখনো টুম্পা সোনা তো কখনো লুঙ্গি ডান্স, একুশের বিধানসভা নির্বাচনের আগে প্রচারে ঝড় তুলতে একের পর এক প্যারোডি গান বানিয়ে সোশ্যাল মিডিয়ার মন কেড়েছে বামেরা। এক যোগে বিজেপি আর তৃণমূলকে আক্রমণ করে এই গান গুলিতে রয়েছে জোট সরকার গঠনের বার্তা। প্রথম দফা ভোটের মাত্র দিন ছয়েক আগে বামেদের নতুন প্যারোডিতে এবার এলেন ঊষা উত্থুপ।

ঊষা উত্থুপের বিখ্যাত গান ‘উরি উরি বাবা’-র প্যারোডি নিয়ে এবার ভোট প্রচারে নেমেছে বামেরা, রবিবার রাতের সোশ্যাল মিডিয়া থেকে জানা যাচ্ছে তেমনটাই। রাজ্যের শাসকদল তৃণমূল এবং কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে বিঁধে বরাবরই “বিজেমূল” এই শব্দবন্ধ ব্যবহার করে থাকেন বাম সমর্থকরা। নতুন প্যারোডিতে বারবার উঠে এসেছে সেই কটাক্ষই। বামেরা বলে উঠেছে, “উরি, উরি বাবা, বিজেমূল”।

বস্তুত, সাম্প্রতিক পরিস্থিতিতে “বিজেমূল” শব্দবন্ধের যে আলাদা তাৎপর্য রয়েছে তা বলাই বাহুল্য। ভোটমুখী বাংলায় গত কয়েক মাস ধরে একের পর এক দলবদলের ছবি দেখা গেছে। কখনো তৃণমূল কংগ্রেস থেকে দশ বেঁধে নেতারা যোগ দিয়েছেন বিজেপিতে, কখনো আবার গেরুয়া শিবির থেকে ঘাসফুল হাতে তুলে নিয়েছেন কেউ কেউ। অবশ্য লাল শিবিরেও দলবদলের দৃষ্টান্ত রয়েছে, তবে তা তুলনামূলক কম। এমতাবস্থায় বিজেপি আর তৃণমূল দুটো দলের মধ্যে কোনও ফারাক নেই, সে কথা বোঝাতেই এই শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে।

ব্রিগেড সমাবেশ উপলক্ষ্যে জনপ্রিয় চটুল সঙ্গীত ‘টুম্পা সোনা’র প্যারোডি তৈরি করে চমক লাগিয়েছিল বামেরা। দলবদল থেকে শুরু করে তোলাবাজি, বিজেপি তৃণমূলের নানা কার্যকলাপকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে আক্রমণ করা হয়েছিল সেই গানে। নেট মাধ্যমে ‘টুম্পা’ প্যারোডি ভাইরাল হওয়ার পর লুঙ্গি ডান্সের সুরে বলা হয়েছিল “হাল ফেরাও, লাল ফেরাল”। সেই দুই গানের সাফল্যে ভর করেই এবার তৃতীয় প্যারোডিতে মজেছেন বাম সমর্থকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 8 =