ভোটের মুখে খাস কলকাতায় টাকা বিলি! বাম নিশানায় তৃণমূল প্রার্থী জাভেদ খান

ভোটের মুখে খাস কলকাতায় টাকা বিলি! বাম নিশানায় তৃণমূল প্রার্থী জাভেদ খান

কলকাতা: ভোটের মুখে কসবায় টাকা বিলির অভিযোগ উঠল জাভেদ খানের অনুগামীদের বিরুদ্ধে৷ এবারের ভোটে কসবার তৃণমূল প্রার্থী জাভেদ খান৷ তাঁর বিরুদ্ধে টাকার টোপ দিয়ে ভোট কেনার অভিযোগ আনল সিপিএম৷ এই অভিযোগে কমিশনেও যাচ্ছেন তাঁরা৷ টাকা বিলির সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আজবিকেল৷ 

আরও পড়ুন-  বাংলার ইতিহাসে অভিশপ্ত বাড়ি হিসেবে চিহ্নিত হবে! নবান্ন প্রসঙ্গে বাবুল

এ প্রসঙ্গে কসবার তৃণমূলপ্রার্থী জাভেদ খান বলেন, এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ৷ আমি এদের চিনি না৷ আমার মনে হয় সিপিএম-ই এই টাকা বিলি করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে৷ সিপিএম কমিশনের কাছে যাক, পুলিশের কাছে অভিযোগ করুক৷ এই ঘটনার তদন্ত হওয়া দরকার৷ যাঁরা এই কাজ করেছে তাঁদের শাস্তি হওয়া উচিত৷’’ তিনি আরও বলেন, ‘‘আমাদের এত সময় খারাপ আসেনি যে টাকা বিলি করে ভোট কিনতে হবে৷ যাঁদের ভোটের শতাংশ ৭.৯ এ নেমে গিয়েছে তাঁদের চিন্তা রয়েছে৷ এই ভিডিয়ো ওঁরা কোথায় তৈরি করেছে, আমি জানি না৷ তবে যাঁরা এর পিছনে রয়েছে সিবিআই তদন্ত করে তাঁদের শাস্তি হওয়া উচিত৷’’

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে কসবার তৃণমূল পার্টি অফিসে টেবিলের উপর তাড়া তাড়া নোটির বান্ডিল সাজানো রয়েছে৷ সেই টাকা নিয়ে হিসেব নিকেশ করছেন পাঁচ-ছয়জন৷ বিজেপি’র বিরুদ্ধে বারবার টাকা বিলি করার অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনকী সম্প্রতি বিজেপি’র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে তিনি বলেন, ভারত সরকারের স্টিকার লাগানো গাড়ি করে টাকা ছাড়নো  হচ্ছে৷ এরই মধ্যে খাস কলকাতায় এবার তৃণমূলের বিরুদ্ধেই টাকা পাচারের অভিযোগ তুলল সিপিএম৷ 

আরও পড়ুন- ‘যারা বিজেপি কর্মীদের খুন করেছে, তারা ২ মে-র পর জেলে পচবে’, হুঁশিয়ারি শাহের

এদিকে এই ঘটনায় নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে বামেরা৷ কেন তৃণমূলের পার্টি অফিসে টাকা রাখা হয়েছে? সেই প্রশ্নও তুলেছেন তাঁরা৷ তবে গোটা ঘটনাটাই অস্বীকার করেছেন জাভেদ খান৷ এমনকী ভিডিয়োতে যাঁরা রয়েছেন, তাঁদের তিনি চেনন না বলেই দাবি করলেন৷ উল্টে সিপিএের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলছেন তৃণমূলের কসবা কেন্দ্রের প্রার্থী৷      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =