করোনার পর প্রথম বিদেশ সফর! বাংলাদেশে পাড়ি দিলেন প্রধানমন্ত্রী

বঙ্গ ভোটের মুখে এই সফরের রাজনৈতিক তাৎপর্য আছে বলেও মনে করা হচ্ছে

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফা শুরু হচ্ছে আগামীকালই। রাজ্য জুড়ে ভোট পূর্ববর্তী উত্তাপ ছড়িয়ে পড়ছে দেশের বাকি প্রান্তেও। আর এই উত্তেজনা উন্মাদনার মাঝেই আজ বিদেশ সফরে পাড়ি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার সকাল ৭:৪৫ মিনিটে প্রতিবেশী বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নরেন্দ্র মোদী, সূত্রের খবরে জানা গেছে তেমনটাই। ঢাকায় তিনি গিয়ে পৌঁছবেন সকাল ১০টা নাগাদ। করোনা অতিমারীর সুদীর্ঘ ছেদের পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে আমন্ত্রিত হিসেবে সেদেশে যাচ্ছেন তিনি। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে দেখা করে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরো উন্নত করার দিকেই নজর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন- আরও বাড়তে চলেছে ওষুধের দাম, অনুমতি কেন্দ্রের

ওপার বাংলায় গিয়ে ঠিক কী কী করবেন প্রধানমন্ত্রী? আসুন চোখ রাখা যাক তাঁর সেই সময়সূচীতে। ঢাকায় পা রেখে প্রথমেই ১০:৫০ নাগাদ জাতীয় শহিদ স্মারকের সামনে এক অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদী। এরপর বিকেল ৩:১৫ নাগাদ বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাঁর সঙ্গে দেখা করবেন। সন্ধ্যা ৭:৪৫ নাগাদ বাপু বঙ্গবন্ধু ডিজিটাল ভিডিও এক্সিবিশনের উদ্বোধনও করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সূত্রের খবর, আজকের এই বাংলাদেশ সফরে প্রথম দিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর নরেন্দ্র মোদী যাবেন শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়ায়। সেদেশের রাজধানী ঢাকা থেকে এটি অন্তত ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে শেখ মুজিবর রহমানের সমাধিস্থলেও শ্রদ্ধা জানাবেন তিনি। এছাড়া, ওপার বাংলা সফরে রয়েছে আরো চমক। ওলাকান্দি অঞ্চলে নরেন্দ্র মোদী যাবেন মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠতা হরিচাঁদ ঠাকুরের জন্মভিটে দর্শন করতে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে মতুয়া ভোটব্যাঙ্ক সুনিশ্চিত করার ক্ষেত্রে এই পদক্ষেপ কাজে লাগবে বলেই আশাবাদী গেরুয়া শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + five =