কলকাতা: এবার ভোটে শুধু শব্দবান নয়, তরজা জমেছে গান-কবিতা-প্যারোডিতেও৷ একে অপরকে ঠুকে বিভিন্ন জনপ্রিয় গানের লাইন তুলে প্যারোডি বানিয়ে ভোট ময়দানে ‘খেলা’ শুরু করেছে রাজনৈতিক দলগুলি৷ ইতিমধ্যেই বেশে সাড়া ফেলেছেন ‘টুম্পা সোনা’, ‘লুঙ্গি ডান্স’ এবং ‘উরি উরি বাবা’৷ তবে এখানেই খান্ত নয় বামেরা৷ ফের প্যারোডিতে চমক কাস্তে-হাতুরি শিবিরের৷ এবার আরও একটি জনপ্রিয় গানের প্যারোডি নিয়ে এল বামেরা৷ তাঁদের এবারের থিম ভূপেন হাজারিকার ‘হে দোলা’৷
আরও পড়ুন- টেপ তরজা: বুথ এজেন্ট নিয়ে এবার মুকুল-বাজোরিয়ায় কথোপকথন ফাঁস করল তৃণমূল
তৃণমূলকে বেশ ভালো ভাবে বিঁধেই তৈরি হয়েছে এই প্যারোডি৷ ঠোকা হয়েছে ‘খেলা’ নিয়ে৷ ডাক দেওয়া হয়েছে খেলা শেষের৷ ছাড় পায়নি বিজেপি’ও৷ গানের শুরুতেই বলা হয়েছে, ‘‘হে খেলা, হে খেলা, হে খেলা, আঁকা বাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই অসহায় মানুষের আশা৷ মেহনতি মানুষের ঘামে ভেজা শরীরের বিনিময়ে চলে এই খেলা৷ কাজ চাই ভাত, চাই বাম, চাই ফসলের দাম৷ হে খেলা…..৷’’
এই প্যারোডিতে তৃণমূলের সঙ্গে নিশানা করা হয়েছে গেরুয়া শিবিরকেও৷ গানের কথায় বলা হয়েছে, ‘বিজেমূল বনে শোনা হিসহিস করে সব বিষধর গোখরোর ফনা৷’ এই জটিল পরিস্থিতির মধ্যে নতুন করে বাঁচার আশা জাগাতে বামেরাই যে ভরসা সে কথাই যেন বারবার তুলে ধরতে চেয়েছে কমিউনিস্ট দল৷ তাইতো সুরের তালে বলা হয়েছে, ‘‘লাল পতাকার নীচে বন্ধুরা দাঁড়িয়ে, জীবনের সুর যায় শোনা৷’’
এদিকে তৃণমূল জমানায় বারবার নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে৷ টেট কেলেঙ্কারিতে মুখ পুড়েছে রাজ্যের৷ টাকার বিনিময়ে চাকরির অভিযোগে কাঠগড়ায় উঠেছে শাসক দল৷ সেই ইস্যুকে হাতিয়ার করেই বামেদের তোপ, ‘‘হায় মোর ছেলেটির চাকরির জন্য, ঘুষের টাকা নেই তোলা৷’’ এই গানে তৃণমূলকে কাটমানি খোঁচা দিয়ে ব্যঙ্গ করে বলা হয়েছে, ‘কাটাকমানি দিদিমনি হুইল চেয়ারে বসে উন্নয়নেই দেন ঠেলা৷’
তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির যে ট্যাগ বিজেপি লাগিয়েছে, তাকেও হাতিয়ার করেছে বামেরা৷ সেই সঙ্গে দুয়ারে সরকার নিয়েও বিঁধেছে ঘাসফুল শিবিরকে৷ তাই বামেরা বলছে, ‘‘দরকারে পাশে নেই তোলাবাজ সরকার, ভোট এলে দুয়ারে পড়ে৷’’
আরও পড়ুন- ‘নন্দীগ্রামে আমি ভোট দেব, আপনি নয়’, মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর
এই গানে ছাড় পায়নি বিজেপি’ও৷ সমস্ত কিছু বিক্রি করে দেওয়া নরেন্দ্র মোদী তাঁদের গানে হয়ে উঠেছে বেচু জেঠু৷ কটাক্ষ করে তাই বলা হয়েছে, ‘‘ওদিকে বেচু জেঠু থালাবাটি বাজিয়ে সোনার বাংলা দেবে গড়ে৷’’ আর খেলা শেষের ডাক দিয়ে বামেরা বলেছে, ‘‘হঠাৎ ভোটের শেষে লালকার্ড দেখে এসে সাঙ্গ হবে সব খেলা৷ নীতিহীনদের এই খেলা৷ বিজেমূলের এই খেলা৷’’