হাইভোল্টেজ নন্দীগ্রামে প্রচারের পারদ তুঙ্গে, মরিয়া শক্তি প্রদর্শনে পথে মমতা-শাহ

হাইভোল্টেজ নন্দীগ্রামে প্রচারের পারদ তুঙ্গে, মরিয়া শক্তি প্রদর্শনে পথে মমতা-শাহ

কলকাতা:  নীল বাড়ি দখলের লড়াইয়ে আপাতত পাখির চোখ হাইভোল্টেজ নন্দীগ্রাম৷ সেখানে ভোট হবে বৃহস্পতিবার৷ মঙ্গলবার সকালে নন্দীগ্রামের ভাঙাবেরা থেকে সোনাচূড়ায় পর্যন্ত হুইলচেয়ারে বসেই ব়্যালি করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে, শুভেন্দু অধিকারীর সমর্থনে প্রচারে ঝড় তুলতে ফের ময়দানে নেমেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ নন্দীগ্রামের ব্যাটেলগ্রাউন্ডে এখন তুঙ্গে রাজনৈতিক পারদ৷  

আরও পড়ুন-  ফের মমতার গাড়ি ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান! শেষ প্রচারে তপ্ত নন্দীগ্রাম

এদিন সোনাচূড়ায় পৌঁছনোর পর বিজেপি’র বিরুদ্ধে সুর চড়ান মমতা৷ তিনি বলেন, পিএম কেয়ার্স, নোটবন্দীর টাকা থেকে রেল, কোল বিক্রির টাকা চুরি করেছে বিজেপি৷ তৃণমূল সরকার বিনা পয়সায় স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য সব দেবে৷ নন্দীগ্রামকে মডেল নন্দীগ্রাম হিসাবে গড়ে তোলা হবে৷ হলদিয়া-নন্দীগ্রামের মধ্যে সেতু তৈরি হবে৷ এখানে চাকরি হবে৷ তিনি বলেন, আমি জানি ভিন রাজ্যের পুলিশ এখানে অত্যাচার করছে৷ দালালি করছে৷ এই বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হয়েছে৷ তবে ভয় নেই, ওরা ভোটের পর পগারপাড়৷ 

অন্যদিকে, নন্দীগ্রামের ভেটুড়িয়ায় চলছে অমিত শাহের রোড শো৷ এরপর ডেবড়া ও পাঁশকুড়া পশ্চিমেও রোড শো করবেন তিনি৷ ডায়মন্ড হারবারেও জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ তাঁর রোড শোতে নেমেছে জনস্রোত৷ তাঁর সঙ্গে গাড়িতে রয়েছেন শুভেন্দু অধিকারী৷ নন্দীগ্রামে ভোটের আগে আজই প্রচারের শেষ দিন৷ শেষ প্রচার লগ্নে দুই দলই শক্তি প্রদর্শনের মরিয়া প্রয়াস চালাচ্ছে৷ উল্লেখ্য বিষয় হল মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে খুব বেশি দূরত্বে নেই অমিত শাহ৷ ফলে প্রবল রৌদ্রতাপের মধ্যে আরও বহুগুণ উত্তাপ বাড়িয়ে দিয়েছে ভোট প্রচারের এই তেজ৷ 

আরও পড়ুন- অবশেষে CBI দফতরে হাজিরা অনুপ মাজির, তথ্য প্রমাণ সামনে রেখেই হবে জেরা

সাধারণত প্রচারের শেষ দিন খুব বেশি প্রচার করে না রাজনৈতিক দলগুলি৷ কিন্তু নন্দীগ্রামে এবারের লড়াই হবে হেভিওয়েট৷ কেউ কাউকে একচুল জমিও ছাড়তে নারাজ৷ তাই নন্দীগ্রামে আজ সবচেয়ে বেশি শক্তি প্রদর্শনের লড়াই চলছে৷ অমিত শাহের গাড়ি ঘিরে রয়েছে রাজনীতির রং-এর উপস্থিতি৷ রয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহের কাটআউট৷ সেই সঙ্গে গাড়ির উপর থেকে মানুষের উদ্দেশে একই ভাবে ফুল ছুঁড়ে তাঁদের আভিবাদন জানাচ্ছেন তিনি৷ 
অন্যদিকে, ১ তারিখ পর্যন্ত নন্দীগ্রামেই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ হুইলচেয়ারে বসে তিনি পাড়ায় পাড়ায় ঘুরছেন৷ বারবার মানুষের কাছে পুরনো দিনের স্মৃতিচারণ করছেন৷ মানুষকে এটাই বোজাচ্ছেন এই নন্দীগ্রামই তাঁকে তৈরি করেছে৷ অন্যদিকে, বারবার নন্দীগ্রামের ভূমিপুত্র হিসাবে নিজেকে তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী৷ এবারও তাঁর ব্যতিক্রম নয়৷         

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 11 =