ফের মমতার গাড়ি ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান! শেষ প্রচারে তপ্ত নন্দীগ্রাম

ফের মমতার গাড়ি ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান! শেষ প্রচারে তপ্ত নন্দীগ্রাম

 

তমলুক: হাইভোল্টেজ নন্দীগ্রামের নির্বাচনকে কেন্দ্র করে চড়ছে রাজ্যরাজনীতির উত্তাপ৷ মমতা বনাম শুভেন্দুর লড়াইয়ের দিকে তাকিয়ে গোটা দেশ৷ বৃহস্পতিবার নন্দীগ্রামে নির্বাচন৷ আর তার আগে শেষ মুহূর্তে প্রচারে ঝড় তুলছে সমস্ত রাজনৈতিক দল৷ এবার শেষ প্রচারে বেরিয়ে ফের একবার বিড়ম্বনার মুখোমুখি হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ বিজেপি কর্মীদের ‘জয় শ্রীরাম’ স্লোগানের মুখোমুখি হতে হল নন্দীগ্রামের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷

ভবানীপুর কেন্দ্র থেকে এবার প্রথম নন্দীগ্রাম আসন থেকে ভোটে দাঁড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ নন্দীগ্রাম তাঁর পাখির চোখ৷ এই নন্দীগ্রাম আন্দোলনকে কেন্দ্র করে রাজ্যরাজনীতিতে তৃণমূলের অভ্যুত্থান৷ এবার সেই নন্দীগ্রাম আসনে ভোটে দাঁড়িয়েছেন মমতা৷ নিয়েছেন বাড়ি ভাড়া৷ ভাড়া বাড়ি থেকে আজ সকালে নির্বাচনের শেষ প্রচারে বেরোতে গিয়ে যথেষ্ট বিড়ম্বনার মধ্যে পড়তে হল মমতাকে৷

জানা গিয়েছে, আজ সকালে মমতার কনভয় ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা৷ রেয়াপাড়া ও মহাম্মদ বাজারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঘিরে বিজেপির কর্মী-সমর্থকেরা ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলতে থাকেন৷ যদিও বিজেপি কর্মীদের এই শ্লোগানে কোনও প্রতিক্রিয়া দেয়নি মমতা৷

যদিও এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কনভয় ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দেখা গিয়েছিল বিজেপি কর্মী সমর্থকদের৷ স্লোগান ঘিরে কম বিতর্ক হয়নি৷ ভিক্টোরিয়ায় নেতাজির জন্ম জয়ন্তী পালনের উৎসবেও বেনজির ঘটনার সাক্ষী থেকেছে বাংলা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুরুর আগেই বিজেপি কর্মীদের ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনে নেতাজি সুভাষচন্দ্রের জন্ম জয়ন্তীর সরকারি অনুষ্ঠানে ভাষণ বয়কট করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নির্বাচনের আবহাওয়া তা নিয়েও শুরু হয়েছিল বিতর্ক৷ এবার সেই সমস্ত বিতর্কে ফের একবার খুঁচিয়ে দেওয়ার চেষ্টা চললেও, বিজেপির পাতা ফাঁদের পা দেননি তৃণমূল প্রার্থী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − eight =