তৃণমূলের স্বৈরতান্ত্রিক নৈরাজ্য আর বিজেপি’র আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই, বার্তা বুদ্ধদেবের

তৃণমূলের স্বৈরতান্ত্রিক নৈরাজ্য আর বিজেপি’র আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই, বার্তা বুদ্ধদেবের

কলকাতা: বঙ্গ ভোটের ময়দানে তুঙ্গে রাজনীতির পারদ৷ উঠেছে প্রচারের ঝড়৷ ভোটের আগে পাল্লা দিয়ে চলেছে প্রতিশ্রুতির পালা৷ বিজেপি-তৃণমূলের সেই দাপটে কিছুটা পিছিয়ে থাকা বামফ্রন্টের ধ্বজাধারীদের চাঙ্গা করতে এবার প্রকাশ্যে এল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অডিও বার্তা৷ যেখানে বাম জমানার সাফল্যের কথা তুলে ধরে তৃণমূলকে তুলোধোনা করলেন তিনি৷ 

আরও পড়ুন-  মোদীর বাংলাদেশ সফর আদর্শ আচরণবিধি লঙ্ঘন! কমিশনে অভিযোগ তৃণমূলের

ওই বার্তায় তাঁকে বলতে শোনা যায়, ‘‘ভোট শুরু হয়ে গিয়েছে৷ রাজ্য রাজনীতিতে এ এক সন্ধিক্ষণ৷ বামফ্রন্টের আমলে সরকারের মন্ত্র ছিল ‘কৃষি আমাদের বৃদ্ধি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আর এই লক্ষ্যে হেঁটেই সাফল্য ধরা দিয়েছিল৷ কৃষিক বিকাশের সঙ্গে শিল্পের প্রসার ঘটতে শুরু করেছিল৷ কিন্তু বামফ্রন্ট সরকারের অপসারণের পর তৃণমূল সরকার রাজ্যজুড়ে ভায়বহ পরিস্থিতি সৃষ্টি করেছে৷ রাজ্যের অর্থনীতি বিপর্যস্ত৷ কৃষিতে দেখা দিয়েছে সঙ্কট৷ কৃষিজ পণ্য আকাশ ছোঁয়া৷ অন্যদিকে শিল্পায়ন সম্পূর্ণ স্তব্ধ৷ গত ১০ বছরে একটা শিল্পও আসেনি৷ ‘নন্দীগ্রামে শ্মশানের নিরবতা৷ স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে৷ নাগরিক জীবনের চাহিদাগুলি অবহেলিত৷ গণতন্ত্র আজ আক্রান্ত৷ ’’

আরও পড়ুন- নন্দীগ্রামে মমতার ভাড়া বাড়ির অদূরে পুজো দিলেন অমিত শাহ

তৃণমূলকে স্বৈরাচারী শাসকের দল উল্লেখ করে তিনি বলেন, এই স্বৈরাচারীদের সঙ্গে সমাজ বিরোধীরা এক জোট হয়েছে৷ নারী নিরাপত্তা বিঘ্নিত৷ যুব সম্প্রদায় আশাহীন, উদ্যোগহীন৷ রাজ্যের যুব সমাজ ভিন রাজ্যে গিয়ে বাঁচার চেষ্টা চালাচ্ছে৷ একদিকে তৃণমূলের স্বৈরতান্ত্রিক নৈরাজ্য অন্যদিকে বিজেপি’র আগ্রাসন৷ এর ফলে বাড়ছে বিপদ৷ এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে বামফ্রন্ট, কংগ্রেস আর আইএসএফ-এর যৌথ মঞ্চ৷ যুব সমাজ চায় শিল্প-শিক্ষা, সমাজের উন্নত মূল্যবোধ৷ নির্বাচনের মধ্যে দিয়ে ধর্মনিরপেক্ষ শক্তির জয় হলে নতুন সরকার তৈরি হবে৷ বিপর্যস্ত গণতন্ত্রকে রক্ষা করবে৷ মেহনতি মানুষের জীবন জীবনের দাবিগুলি সম্পর্কে সতর্ক থেকে কাজ করবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 4 =